গেলসেনকার্সেন, 26 জুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তোস আভেইরো। নিজের ছ’নম্বর ইউরো কাপে নামা খেলোয়াড়ই পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাত 12.30টার সময় ভেল্টিনস এরিনায় জর্জিয়ার মুখোমুখি হবে পেপে, রোনাল্ডোরা ৷ ইতিমধ্যে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে 2016 সালের ইউরো-জয়ীরা ৷ রবার্তো মার্তিনেজের ছেলেদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও জর্জিয়ার সামনে এখনও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে ৷ সেক্ষেত্রে পর্তুগালকে হারাতে হবে, মিলতে হবে অন্য সমীকরণও ৷
অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামবে তুরস্ক ৷ এই মুহূর্তে গ্রুপ এফ-এ দু’নম্বরে রয়েছে তুরস্ক ৷ তাদের সংগ্রহ তিন পয়েন্ট ৷ 1 পয়েন্ট পেয়ে তিন ও চার নম্বরে রয়েছে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া ৷ গোলপার্থক্যে এগিয়ে চেক প্রজাতন্ত্র ৷ ফলে এদিন তুরস্ক জিতলে, তারা শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ যথেষ্ট শক্তিশালী টিম নিয়ে ইউরোতে নেমেছে ‘বিজ়িম কোকুলার’ ৷ ফলে চেক প্রজাতন্ত্রের কাজটা অত্যন্ত কঠিন ৷ জর্জিয়া পর্তুগালকে হারালে, চেক-তুরস্ক ম্যাচ ড্র হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকবে তুরস্ক ৷