পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেষ ষোলোয় জায়গা পাকা, নিয়মরক্ষার ম্যাচে জর্জিয়ার মুখোমুখি পর্তুগাল - EURO Cup 2024 - EURO CUP 2024

Cristiano Ronaldo in EURO 2024: শেষ ষোলোয় যাওয়া নিয়ে কোনও সংশয় নেই ৷ নিয়মরক্ষার ম্যাচে জর্জিয়ার বিরুদ্ধে নামছে পর্তুগাল ৷ অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র ও তুরস্ক ৷ রোনাল্ডোরা শেষ ষোলোয় পৌঁছে গেলেও এখনও বাকি তিন দলের সামনেই মূলপর্বের দরজা খোলা রয়েছে ৷

Etv Bharat
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 7:30 PM IST

গেলসেনকার্সেন, 26 জুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তোস আভেইরো। নিজের ছ’নম্বর ইউরো কাপে নামা খেলোয়াড়ই পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাত 12.30টার সময় ভেল্টিনস এরিনায় জর্জিয়ার মুখোমুখি হবে পেপে, রোনাল্ডোরা ৷ ইতিমধ্যে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে 2016 সালের ইউরো-জয়ীরা ৷ রবার্তো মার্তিনেজের ছেলেদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও জর্জিয়ার সামনে এখনও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে ৷ সেক্ষেত্রে পর্তুগালকে হারাতে হবে, মিলতে হবে অন্য সমীকরণও ৷

অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামবে তুরস্ক ৷ এই মুহূর্তে গ্রুপ এফ-এ দু’নম্বরে রয়েছে তুরস্ক ৷ তাদের সংগ্রহ তিন পয়েন্ট ৷ 1 পয়েন্ট পেয়ে তিন ও চার নম্বরে রয়েছে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া ৷ গোলপার্থক্যে এগিয়ে চেক প্রজাতন্ত্র ৷ ফলে এদিন তুরস্ক জিতলে, তারা শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ যথেষ্ট শক্তিশালী টিম নিয়ে ইউরোতে নেমেছে ‘বিজ়িম কোকুলার’ ৷ ফলে চেক প্রজাতন্ত্রের কাজটা অত্যন্ত কঠিন ৷ জর্জিয়া পর্তুগালকে হারালে, চেক-তুরস্ক ম্যাচ ড্র হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকবে তুরস্ক ৷

2016 সালে পর্তুগালকে প্রথম ইউরো কাপ জিতিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৷ ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের জার্সিতে 209টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৷ তিনি মাঠে থাকলেই অতিরিক্ত অক্সিজেন পেয়ে যায় লুই ফিগো, ইউসোবিওর দেশ ৷ এবার দেশকে চ্যাম্পিয়ন করতে পারলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকের ক্যাসিয়াসের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে দু’টি ইউরো জেতার বিরল কৃতিত্ব আসবে রোনাল্ডোর ঝুলিতে ৷

অন্যদিকে গ্রুপ ই’র ম্যাচে মুখোমুখি হচ্ছে স্লোভাকিয়া ও রোমানিয়া ৷ অন্য ম্যাচে বেলজিয়ামের সামনে ইউক্রেন ৷ ইউরোর ছ’টি গ্রুপের মধ্যে এই গ্রুপের ভাগ্যই এখনও ঝুলে রয়েছে ৷ চারটি দলই দু’টি করে ম্যাচ খেলে 3 পয়েন্ট পেয়েছে ৷ ফলে এই ম্যাচে যেই দুই দল জিতবে, তারাই শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ ড্র হলে ফয়সালা হবে গোলপার্থক্যে ৷

ABOUT THE AUTHOR

...view details