পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেঞ্চুরির দোসর হ্যাটট্রিক, আইপিএলে 'ইউনিক ডাবল' যাঁদের দখলে; তালিকায় এক ভারতীয় - IPL UNIQUE DOUBLE

শতরানও করেছেন, আবার বল হাতে নিয়েছেন পরপর তিন উইকেট ৷ আইপিএলে এহেন 'ইউনিক ডাবল' রয়েছে মাত্র তিনজনের ৷ রইল বিস্তারিত ৷

IPL UNIQUE DOUBLE
আইপিএলে 'ইউনিক ডাবল' যাঁদের দখলে (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Nov 17, 2024, 8:03 PM IST

হায়দরাবাদ, 17 নভেম্বর: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷ ব্যাটিং হোক কিংবা বোলিং, জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে আইপিএলে প্রত্যেক মরশুমে তৈরি হয়ে নিত্যনতুন সব রেকর্ড ৷ সেইসব রেকর্ডের মধ্যে রয়েছে বেশ কিছু ইউনিক রেকর্ড ৷ যা সীমিত কয়েকজন ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে ৷ তার মধ্যে অন্যতম আইপিএলে ইউনিক ডাবল ৷ অর্থাৎ, কোটিপতি লিগে ব্যাট হাতে শতরানের পাশাপাশি বল হাতে হ্যাটট্রিক রয়েছে কয়েকজন ক্রিকেটারের ঝুলিতে ৷

সংখ্যাটা মাত্র তিন হলেও আইপিএলে এই রেকর্ড সত্যিই ইউনিক ৷ আর এই 'ইউনিক ডাবল' যাঁদের ঝুলিতে রয়েছে তাঁদের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন ৷ তিনি আর কেউ নন রোহিত গুরুনাথ শর্মা ৷ এছাড়া এই নজির রয়েছে শেন ওয়াটসন ও সুনীল নারিনের ঝুলিতে ৷ একনজরে তিন ক্রিকেটারের নজির ৷

  • রোহিত শর্মা: মুম্বইকে পাঁচবার আইপিএল ট্রফি দেওয়া রোহিতের ঝুলিতে যে এই নজির রয়েছে, তা হয়তো জানেন না অনেক ক্রিকেট অনুরাগীই ৷ তবে মুম্বইয়ের জার্সিতে নয় ৷ আইপিএলে মুম্বই ক্রিকেটারের একমাত্র হ্য়াটট্রিক এসেছিল ডেকান চার্জার্সের ক্রিকেটার হিসেবে 2009 সালে ৷ কাকতালীয়ভাবে তাঁর হ্য়াটট্রিকটি ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ৷ ম্যাচে তাঁর প্রথম ওভারের শেষ দুই বলে উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওভারের প্রথম বলে হ্যাটট্রিক সম্পূর্ণ করেছিলেন বর্তমান ভারত অধিনায়ক ৷ মাত্র 6 রানে সেই ম্য়াচ চার উইকেট নিয়েছিলেন তিনি ৷ অভিষেক নায়ার, হরভজন সিং, জিন পল ডুমিনি এবং সৌরভ তিওয়ারি ছিলেন রোহিতের চার শিকার ৷

এছাড়া আইপিএলে জোড়া শতরান রয়েছে রোহিত শর্মার ঝুলিতে ৷ দু'টি শতরান অবশ্য মুম্বইয়ের হয়েই ৷ যার প্রথমটা এসেছিল 2012 কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি 2024 সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৷

  • শেন ওয়াটসন: রোহিত শর্মার মতই 2014 রাজস্থানের হয়ে প্রথম এবং একমাত্র আইপিএল হ্যাটট্রিকটি শেন ওয়াটসনের এসেছিল দু'টি ওভারে ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে শিখর ধাওয়ানকে ফেরান তিনি ৷ এরপর ইনিংসের শেষদিকে এসে পরের ওভারের প্রথম দু'বলে মোজেজ হেনরিক্স ও কর্ণ শর্মাকে ফেরান অজি অলরাউন্ডার ৷

ব্য়াট হাতে কোটিপতি লিগে চারটি শতরান রয়েছে ওয়াটসনের ৷ রাজস্থানের হয়ে 2013 সালে সিএসকে'র বিরুদ্ধে ও 2015 সালে কেকেআরের বিরুদ্ধে জোড়া শতরান করেন তিনি ৷ এরপর চেন্নাইয়ের হয়ে 2018 সালে বাকি দুই শতরান আসে তাঁর ব্যাটে ৷ এরমধ্যে ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে খেতাব দেন এই অজি ক্রিকেটার ৷

  • সুনীল নারিন: নাইট রাইডার্সের ক্রিকেটার হিসেবে 2013 সালে হ্য়াটট্রিক করেন ক্য়ারিবিয়ান মিস্ট্রি স্পিনার ৷ কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে এই হ্যাটট্রিকে তাঁর শিকার ছিলেন ডেভিড হাসি, আজহার মেহমুদ ও গুরকিরাত সিং মান ৷ 33 রানে তিন উইকেট নিয়েছিলেন নারিন ৷

হ্যাটট্রিকের 11 বছর পর ব্যাট হাতে নারিনের আইপিএল শতরান আসে চলতি বছর ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের জার্সিতেই 56 বলে 109 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details