পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আনোয়ার ইস্যুতে আগামী সপ্তাহে ফের বৈঠকে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি - Anwar Ali Transfer Issue - ANWAR ALI TRANSFER ISSUE

Anwar Ali Transfer Issue: আনোয়ার আলির দলদবল বিতর্ক নিয়ে এখনও কোনও সমাধানসূত্র বের করেনি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ৷ আগামী সপ্তাহে ফের বৈঠকে বসবে তারা ৷ সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ আর তার পরেই বোঝা যাবে, ভারতীয় ডিফেন্ডারের আগামী মরশুমের ফুটবল ভবিষ্যৎ ৷

Anwar Ali Transfer Issue
আনোয়ার আলি ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 2:10 PM IST

Updated : Aug 3, 2024, 3:31 PM IST

কলকাতা, 3 অগস্ট: আনোয়ার আলির দলবদল নিয়ে এই মুহূর্তে উত্তাল ভারতীয় ফুটবল ৷ শুক্রবার এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিল ৷ সূত্রের খবর, সেখানে নিজের বক্তব্য জানিয়েছেন আনোয়ার ৷ তিনি জানিয়েছেন এবার থেকে তাঁর হয়ে আইনজীবী আসবেন বৈঠকে ৷ আগামী সপ্তাহে ফের আনোয়ার আলি ইস্যুতে পিএসসি বৈঠকে বসবে ৷

সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়ে যাবে, ঠিক কোন পথে হাঁটবেন আনোয়ার ৷ এর মধ্যে দিল্লি এফসির কর্ণধার এবং আনোয়ার আলির মেন্টর রঞ্জিত বাজাজ তাঁর এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, মোহনবাগান প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে স্বীকার করেছে আনোয়ার আলি ফ্রি ফুটবলার ৷ তিনি যে ক্লাবে চাইবেন, সেখানেই খেলতে পারেন ৷ আনোয়ারের নো-অবজেকশন লেটার মঞ্জুর করার হয়েছে ৷ এখন কমিটি চুক্তি নিয়ে মোহনবাগানের দাবি শুনবে, না উদারতা দেখিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবে সেটাই দেখার ৷

যদিও ফুটবল সমালোচকরা মনে করছেন, ভারতীয় দলের ডিফেন্ডারের লোন থেকে বেরিয়ে আসার জন্য মোহনবাগানের কাছে এনওসির আবেদন জানানোর সম্ভাবনা বেশি ৷ পাল্টা মোহনবাগানও এনওসি দেওয়ার সময় শর্ত দিতে পারে, কলকাতার কোনও ক্লাবে খেলতে পারবেন না তিনি ৷ কিংবা, চুক্তি ভঙ্গের জন্য মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে ৷ সেক্ষেত্রে আবার ইস্টবেঙ্গল ক্লাবও আনোয়ারকে নিতে চাইলে বিষয়টিতে জড়িয়ে পড়বে ৷ তবে, ব্যক্তিগতভাবে আনোয়ার চাইছেন কোনও দলকে না জড়িয়ে, নিজেই কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে ৷

আনোয়ারের দলবদল নিয়ে উত্তাপ ছড়িয়েছে অনেকদিন ধরেই ৷ কোন দলে এ মরশুমে খেলবেন তিনি, তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নিতে পারেনি প্লেয়ার স্টেটাস কমিটি ৷ কয়েকদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ভারতীয় দলের ডিফেন্ডারকে নিয়ে প্রশংসা করেছিলেন ৷ আসলে মোহনবাগানে তেমন ভালো কোনও ভারতীয় ডিফেন্ডার নেই ৷ বিশেষ করে গত মরশুমে মোহনবাগানে আনোয়ারের সঙ্গে খেলা হেক্টর ইউস্তে ইতিমধ্যেই লাল-হলুদে সই করে ফেলেছেন ৷

এই অবস্থায় আনোয়ারও যদি চলে যায়, তাহলে মোহনবাগানের সেট ডিফেন্সই লাল-হলুদে চলে যাবে ৷ কার্লেস কুয়াদ্রাতের দলের ডিফেন্সও শক্তিশালি হয়ে যাবে ৷ কারণ তাদের দুই সাইড ব্যাকও ভালো ৷ ফলে যেনতেন প্রকারেন হেক্টর-আনোয়ার জুটির একসঙ্গে ইস্টবেঙ্গলে খেলা আটকাতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ৷ ইস্টবেঙ্গলও আপাত উদাসীনতা দেখাচ্ছে ৷

সমালোচকদের একাংশের মতে, দলবদল বিতর্ক মিটলে, আনোয়ারের লাল-হলুদ জার্সি পড়া সময়ের অপেক্ষা ৷ স্বীকার না করলেও, আনোয়ারকে ইস্টবেঙ্গল সই করিয়ে রেখেছে ৷ ময়দান সূত্র বলছে, শনিবার দিল্লি যাচ্ছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ তিনিই লাল-হলুদের পক্ষে পুরো বিষয়টি দেখছেন ৷ মাঝের সময়ে তিনি বারবার বলেছেন পুরো বিষয়টি আনোয়ার, দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যেকার ৷ পুরোটা মিটলে ইস্টবেঙ্গল তাদের অবস্থান জানাবে ৷

শুক্রবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তাদের সিদ্ধান্ত আরও দু’দিন পরে জানানোর কথা বলেছে ৷ এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যে ৷ বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ৷ কেউ বলছেন আনোয়ার খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে, কেউ বলছেন ভারতের এই তারকা ডিফেন্ডার খেলবেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই ৷ কোন দলে তিনি চলতি মরশুমে খেলবেন, তা জানতে গেলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷

Last Updated : Aug 3, 2024, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details