পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আগামী মরশুমই হয়তো শেষ, ইতিহাস গড়ে জানিয়ে দিলেন পেপ - PEP GUARDIOLA MAKES HISTORY

PEP GUARDIOLA ON MAN CITY FUTURE: পেপ গুয়ার্দিওলার হাত ধরে টানা চতুর্থবার ইংল্যান্ডের সেরা ক্লাবের শিরোপা জিতল ম্যাঞ্চেস্টার সিটি ৷ সেইসঙ্গে স্য়র অ্যালেক্স ফার্গুসনকে ছাপিয়ে নজির গড়লেন স্প্যানিয়ার্ড ৷ আর ইতিহাস গড়ে ম্যাঞ্চেস্টারের ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন পেপ ৷

PEP GUARDIOLA
ট্রফি হাতে গুয়ার্দিওলা (ম্যাঞ্চেস্টার সিটি-এক্স)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 2:13 PM IST

ম্যাঞ্চেস্টার, 20 মে: গত মরশুমে প্রিমিয়র লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপ সেরার খেতাব পাওয়া ৷ তারপর মনে হয়েছিল আর কিছু দেওয়ার নেই এই ক্লাবে ৷ কিন্তু প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়র লিগ খেতাব জয়ের হাতছানি ছিল ৷ আর সেই হাতছানিই আরও একবার তাঁকে তাতিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি'র হটসিটে বসার ৷ 'স্কাই ব্লুজে'র ক্যাবিনেটে টানা চতুর্থবার প্রিমিয়র লিগ শিরোপা দিয়ে জানালেন পেপ গুয়ার্দিওলা ৷ চুক্তি থাকায় আগামী মরশুমেও সিটির ডাগ-আউটে তাঁকে দেখা যাবে ৷ তবে তারপর হয়তো আর নয় ৷ ইতিহাস গড়ে 2024-25 মরশুমের পর ক্লাব ছা়ড়ার বার্তা দিয়ে রাখলেন স্প্যানিয়ার্ড ৷

খেতাব জয়ের পর সাংবাদিকদের এদিন সিটি ম্যানেজার বলেন, "ইস্তানবুলের (গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ভেন্যু) পর আমি ভেবেছিলাম আর কিছু দেওয়ার নেই ৷ এখানেই আমার কাজ শেষ ৷ কিন্তু নতুন ফুটবালেরদের মধ্যে তাগিদ দেখে আমার মাথায় ভাবনা আসে টানা চারবার তো আগে কেউ জেতেনি (প্রিমিয়র লিগ) ৷ তাহলে কেন চেষ্টা করব না?"

আগামী মরশুমের শেষে গুয়ার্দিওলার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে সিটির ৷ তারপর কী নবীকরণের পথে হাঁটবেন? গুয়ার্দিওলা এ প্রসঙ্গে বলেন, "আর হয়তো থাকা হবে না ৷ ছাড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷" তবে আগামী মরশুমের মাঝে ক্লাবকর্তাদের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান পেপ ৷

প্রিমিয়র লিগের দশমীতে রবিবার ওয়েস্ট হ্যামকে 3-1 গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করে ম্যাঞ্চেস্টার সিটি (91 পয়েন্ট) ৷ দু'পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স হয় মিকেল আর্তেতার আর্সেনাল ৷ খেতাব জয়ের হ্যাটট্রিক এর আগে একাধিক ক্লাবের থাকলেও প্রথম ক্লাব হিসেবে টানা চারবার খেতাব জিতল সিটি ৷ ম্যানেজার হিসেবে 'সিটিজেন'দের টানা চতুর্থবার খেতাব জিয়ে স্যর অ্যালেক্স ফার্গুসনকে ছাপিয়ে গেলেন গুয়ার্দিওলা ৷

আরও পড়ুন:

  1. 62 হাজার মুখোশ-পুষ্প বৃষ্টিতে সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করার পরিকল্পনা
  2. কোহলির সঙ্গে আলোচনা সেরেই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ছেত্রী

ABOUT THE AUTHOR

...view details