ম্যাঞ্চেস্টার, 20 মে: গত মরশুমে প্রিমিয়র লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপ সেরার খেতাব পাওয়া ৷ তারপর মনে হয়েছিল আর কিছু দেওয়ার নেই এই ক্লাবে ৷ কিন্তু প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়র লিগ খেতাব জয়ের হাতছানি ছিল ৷ আর সেই হাতছানিই আরও একবার তাঁকে তাতিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি'র হটসিটে বসার ৷ 'স্কাই ব্লুজে'র ক্যাবিনেটে টানা চতুর্থবার প্রিমিয়র লিগ শিরোপা দিয়ে জানালেন পেপ গুয়ার্দিওলা ৷ চুক্তি থাকায় আগামী মরশুমেও সিটির ডাগ-আউটে তাঁকে দেখা যাবে ৷ তবে তারপর হয়তো আর নয় ৷ ইতিহাস গড়ে 2024-25 মরশুমের পর ক্লাব ছা়ড়ার বার্তা দিয়ে রাখলেন স্প্যানিয়ার্ড ৷
খেতাব জয়ের পর সাংবাদিকদের এদিন সিটি ম্যানেজার বলেন, "ইস্তানবুলের (গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ভেন্যু) পর আমি ভেবেছিলাম আর কিছু দেওয়ার নেই ৷ এখানেই আমার কাজ শেষ ৷ কিন্তু নতুন ফুটবালেরদের মধ্যে তাগিদ দেখে আমার মাথায় ভাবনা আসে টানা চারবার তো আগে কেউ জেতেনি (প্রিমিয়র লিগ) ৷ তাহলে কেন চেষ্টা করব না?"