পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টি20 বিশ্বকাপে হ্যাটট্রিক কামিন্সের, সুপার এইটে 'টাইগার বধ' অজিদের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: চলতি টি20 বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স ৷ বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইট অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে এই কীর্তি স্থাপন করেছেন তিনি ৷ ম্যাচের সেরাও হয়েছেন অজি পেসার ৷

ETV BHARAT
টি20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক প্যাট কামিন্সের ৷ (ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jun 21, 2024, 3:32 PM IST

অ্যান্টিগা, 21 জুন: টি20 বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স ৷ তবে চলতি বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক ৷ কামিন্সে এদিন বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে এই কীর্তি স্থাপন করেছেন ৷ তবে, 31 বছরের পেসার হ্যাটট্রিক করেছেন দু’টি ওভার মিলিয়ে ৷ ম্যাচের 18 ও 20 নম্বর ওভারে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ ভারতীয় সময় শুক্রবার সকালের ম্যাচ ডার্কওয়ার্থ লুইস নিয়মে 28 রানে জিতেছে অস্ট্রেলিয়া ৷

তবে, কামিন্স নিজেও জানতেন না তিনি হ্যাটট্রিক করেছেন ৷ ম্যাচের 18 নম্বর ওভারের শেষ দুই বলে বাংলাদেশের অভিজ্ঞ দুই ব্যাটার মহমদুল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসানকে আউট করেন কামিন্স ৷ এরপর বাংলাদেশের ইনিংসের শেষ ওভারের প্রথম বলে তৌহিদ হৃদয়কে প্যাভিলিয়নে ফেরান কামিন্স ৷ কিন্তু, মাঝে একটি ওভার হয়ে যাওয়ায়া হ্যাটট্রিকের বিষয়টি মাথা থেকে বেরিয়ে যায় তাঁর ৷ সতীর্থ মার্কস স্টইনিস তাঁকে অভিনন্দন জানালে, বিষয়টি তিনি বুঝতে পারেন ৷ সেই সময় মাঠের জায়ান্ট স্ক্রিনেও কামিন্সের হ্যাটট্রিকের বিষয়টি তুলে ধরা হয় ৷

উল্লেখ্য, এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরু থেকেই অজি পেসারদের সামনে সমস্যায় পড়ে বাংলাদেশের ব্যাটাররা ৷ প্রথম ওভারেই মিচেল স্টার্ক বোল্ড করেন তানজিদ হাসানকে (0)৷ এরপর লেগ স্পিনার অ্যাডাম জাম্পা 2 উইকেট নেন ৷ ম্যাক্সওয়েল এবং স্টইনিস একটি করে উইকেট নিয়েছেন ৷ পরে প্যাট কামিন্স এসে হ্যাটট্রিক করেন ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 140 রান তোলে বাংলাদেশ ৷ তুলনামূলক সহজ উইকেটে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (53 রানে অপরাজিত) এবং ট্রাভিস হেড (31 রান) ৷

ওয়ার্নার এদিন দারুণ ছন্দে ছিলেন ৷ দেড়শোর স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি ৷ গ্লেন ম্যাক্সওয়েল মাত্র 6 বলে 14 রানে অপরাজিত থাকেন ৷ কিন্তু, 141 রান তাড়া করার মাঝে 11.2 ওভার পরেই বৃষ্টি নামে ৷ সেই সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল 2 উইকেটে 100 রান ৷ যা অজিদের পক্ষে ছিল ৷ মার্শরা 28 রান এগিয়ে ছিলেন ৷ ফলে বৃষ্টির জেরে খেলা আর শুরু না হওয়ায় ডিএলএস নিয়মে অস্ট্রেলিয়া 28 রানে জিতে যায় ৷ অস্ট্রেলিয়া আগামিকাল আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের দ্বিতীয় ম্যাচ খেলবে ৷ তার আগে অ্যান্টিগাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ৷ এই ম্যাচের পরেই মোটামুটি সেমিফাইনালের ছবিটা স্পষ্ট হয়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details