পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর - IPL 2024

IPL 2024: আইপিএলের মঞ্চে যুযুধান অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুই সতীর্থ ৷ একদিকে কেকেআরের হয়ে নামছেন মিচেল স্টার্ক ৷ আর তাঁর প্রতিপক্ষ জাতীয় দলের সতীর্থ তথা অধিনায়ক প্যাট কামিন্স ৷ যিনি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কও বটে ৷ যে দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে ইডেন গার্ডেন্স ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 1:10 PM IST

Updated : Mar 23, 2024, 2:46 PM IST

কলকাতা, 23 মার্চ: এক সময় কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন ৷ শনিবার রাতে সেই কেকেআরের বিরুদ্ধে অরেঞ্জ আর্মির অধিনায়ক হিসেবে নামছেন প্যাট কামিন্স ৷ ইডেন গার্ডেন্সে 2019 সালে কেকেআরের হয়ে খেলেছেন ৷ সেই ইডেনে মাস চারেক আগে বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলেছিলেন অধিনায়ক কামিন্স ৷ আজ সেই চেনা ইডেনে প্রতিপক্ষ স্বদেশীয় মিচেল স্টার্ক ৷

মিচেল স্টার্ক এখন কেকেআর-এর নতুন নাইট ৷ আর প্যাট কামিন্সের কাঁধে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বের গুরুদায়িত্ব ৷ অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্ব দিলেও আইপিএলে নেতা হিসেবে প্রথমবার নামছেন ৷ এসআরএইচের জয়ের পথে প্রতিপক্ষ শিবিরের অজি সতীর্থ কাঁটা ছড়াতে পারেন, কামিন্স তা জানেন ৷ তাই সাংবাদিক বৈঠকে হায়দরাবাদের অধিনায়ক বলেন, "আশা করছি স্টার্কের বোলিং সামলাতে হবে না ! আইপিএলের এটাই মজার দিক ৷ স্টার্কের সঙ্গে আমি লম্বা সময় ড্রেসিংরুমে কাটিয়েছি ৷ কমবেশি 15 বছর ৷ ফলে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা অন্যরকম ৷ তবে, আমরা দু’জনেই বোলার ৷ মনে হচ্ছে মুখোমুখি হতে হবে না ৷"

প্রত্যাশার চাপ ও মিচেল স্টার্ক নিয়ে ভাবনা রয়েছে হায়দরাবাদ শিবিরে ৷ কামিন্স বলছেন, "অধিনায়ক হিসাবে দায়িত্ব তো একটু বেশিই হয়। তবে সেটা দলের বাকি সদস্যদের তুলনায় বিশেষ কিছু বেশি নয়। তাছাড়া টি-20 ফর্ম্যাটে আগে কোনওদিন অধিনায়কত্ব করিনি। তাই কিছুটা উত্তেজিত। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷"

শুক্রবার সন্ধ্যায় ইডেনে মূল উইকেটের পাশের পিচে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল কামিন্সকে ৷ কেকেআর লাইন-আপকে বেলাইন করার গুরুদায়িত্ব যে অধিনায়কের কাঁধেই ৷ সঙ্গে আরও একটা বিষয় মাথাব্যথা হতে চলেছে তাঁর, দল নির্বাচন ৷ বিশেষ করে বিদেশি নির্বাচন কামিন্সের 'হ্যাপি প্রবলেম'। কথাটা মেনে নিয়ে হায়দরাবাদ অধিনায়ক বলছেন, "এটা ঠিক যে আমাদের দলে তেমন বড় নাম নেই ৷ তবে অনেকেরই ভারতে খেলার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ৷ সব বিভাগেই আমাদের ভালো প্লেয়ার আছে ৷ বিদেশিরাও ভালো ৷ এমন নয় যে নির্দিষ্ট চারজন বিদেশেকেই আমাদের টানা খেলাতে হবে ৷"

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিতে প্রথম যোগ দিলেও, এই ইডেন বেশ চেনা কামিন্সের কাছেও ৷ এক দশক আগে এই মাঠেই আইপিএল অভিষেক হয়েছিল তাঁর, কেকেআরের জার্সিতে ৷ সোনালি-বেগুনি জার্সিতে দীর্ঘদিন খেলতে দেখা গিয়েছে তাঁকে ৷ আইপিএলে নিজের শেষ ম্যাচটাও নাইট হিসাবেই খেলেছিলেন অজি স্পিডস্টার ৷ চেনা ময়দানে নামার আগে ইডেনের আরও এক ‘ঘরের ছেলে’-র কথা শোনা গেল কামিন্সের মুখে ৷ আপাতত ওয়ানিন্দু হাসারঙ্গাকে ছাড়াই শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেলতে হবে হায়দরাবাদকে ৷ স্বভাবতই প্রশ্ন উড়ে এল, স্পিন বিভাগটা কি ওয়াশিংটন সুন্দর একা সামলাতে পারবেন ? কামিন্সের জবাব, "আপনি শুধু ওয়াশিংটনের নাম নিলেন ৷ আমাদের কাছে কিন্তু শাহবাজও আছে ৷ ওরা দু’জনেই ভালো স্পিনার ৷ সঙ্গে ব্যাটের হাতও ভালো ওদের ৷ ওরা বেশ ভালো পারফর্ম করেছে সম্প্রতি ৷ তাছাড়া মার্করামও ভালো স্পিনার ৷"

আরও পড়ুন:

  1. ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন! চিন্তা-স্নায়ুচাপ-উত্তেজনার মিশ্রিত অনুভূতি ঋষভের
  2. শনিবার ইডেনে শাহরুখ, ক্লাসেন-ট্রাভিসদের বাউন্সি উইকেটে ফলতে চায় নাইটরা
  3. সপ্তদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে 'বিরাট' মাত ধোনির
Last Updated : Mar 23, 2024, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details