প্যারিস, 29 জুলাই: মনু ভাকেরের পর কি ফের এক মহিলা শুটারের নিশানায় দ্বিতীয় পদক আসবে ভারতের? সোমবার সকাল থেকে প্রত্য়াশার পারদ চড়ছিল ক্রীড়া অনুরাগীদের ৷ কিন্তু 10 মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন রমিতা জিন্দল ৷ ফাইনালে সপ্তমস্থানে শেষ করলেন হরিয়ানার মেয়ে ৷ সেইসঙ্গে প্যারিসে দ্বিতীয় পদকের অপেক্ষা দীর্ঘায়িত হল ভারতের ৷
এদিন ফাইনালের শুরু থেকে পদকের লক্ষ্যে থাকলেও দশম প্রয়াসে রমিতার একটি শট তাঁকে পদকের দৌড় থেকে ছিটকে দেয় ৷ দশম প্রয়াসে 9.7 স্কোর করেন ভারতীয় শুটার ৷ রবিবার যোগ্যতা অর্জন পর্বে পঞ্চমস্থানে শেষ করেছিলেন 2022 এশিয়াডে ব্রোঞ্জজয়ী ৷ 631.5 পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছন তিনি ৷ কিন্তু এদিন লক্ষ্যে পৌঁছতে হলেন রমিতা ৷ এর আগে অর্জুন বাবুতার সঙ্গে জুটি বেঁধে মিক্সড টিম ইভেন্টেও সাফল্য আসেনি রমিতার ৷ অল্পের জন্য ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ভারতীয় জুটি ৷