হুলুনবুইর (চিন), 17 সেপ্টেম্বর: নিজেরা ফাইনালে পৌঁছতে পারেননি ৷ তাই খেতাব জয়ের ম্য়াচে ভারতের বিরুদ্ধে গিয়ে চিনের পতাকা ওড়ালেন পাকিস্তানের হকি প্লেয়াররা ৷ মঙ্গলবার চিনের মাটিতে ছিল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৷ যে ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আয়োজক দেশের ৷ সেই ম্যাচে দেখতে স্ট্যান্ডে হাজির ছিলেন পাকিস্তানের প্লেয়াররা ৷ প্লেয়ারদের কয়েকজনকে চিনের ফ্ল্যাগ হাতে সমর্থন করতে দেখা যায় ৷ যে ঘটনায় বেজায় ট্রল হতে হল পাকিস্তানকে ৷
গ্রুপ পর্বের শেষ ম্য়াচে গত 14 সেপ্টেম্বর পাকিস্তানকে হারায় ভারত ৷ দু'দলের জটিল কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি হারের হতাশা থেকেই সম্ভবত ফাইনালে চিনের সমর্থনে সেদেশের পতাকা নাড়তে দেখা গিয়েছে পাকিস্তান প্লেয়ারদের ৷ কিন্তু বিষয় হল, সেমিফাইনালে চিনের কাছে হেরেই ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় দু'বারের চ্যাম্পিয়নদের ৷ স্বাভাবিকভাবে চিনের পতাকা হাতে পাকিস্তান প্লেয়ারদের দেখে তাঁদের ট্রল করতে ছাড়েনি নেটিজেনরা ৷