করাচি, 9 জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে একমাসের মত সময় ৷ কিন্তু এখনও তৈরি নয় পাকিস্তানের স্টেডিয়ামগুলো ৷ সংস্কারের কাজ এখনও চলছে ৷ পরিস্থিতি এমন যে টুর্নামেন্ট শুরুর আগে সংস্কারের কাজ শেষ হবে কি না, তা নিয়ে দানা বেঁধেছে প্রশ্নচিহ্ন ৷ এমতাবস্থায় পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি, এমন সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে বিভিন্ন রিপোর্টে ৷ মৌনতা ভেঙে সেইসব রিপোর্টের জবাব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে জানাল তাঁরা ৷
চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে গত অগস্টে পাকিস্তানের স্টেডিয়ামগুলোর সংস্কারের কাজ শুরু হয় ৷ যা গতবছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম এবং করাচির জাতীয় স্টেডিয়ামে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ, তিন স্টেডিয়ামের কাজ দেখতে প্রতিনিধি দল পাঠাবে আইসিসি ৷ 12 ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ না-হলে টুর্নামেন্ট সরতে পারে পাকিস্তান থেকে ৷