করাচি, 10 জানুয়ারি: কেপটাউন টেস্ট চলাকালীন গোড়ালিতে চোট ৷ যা পরিস্থিতি তাতে গোড়ালির চোটে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা কার্যত শেষ পাক ওপেনার সইম আয়ুবের ৷ যা আইসিসি'র ইভেন্ট শুরুর আগে বড় ধাক্কা আয়োজক দেশের ৷
ন'ম্য়াচে তিনটি শতরান ৷ সবেমাত্র শুরু হওয়া কেরিয়ারে স্বল্প সময়ের মধ্যেই জাত চিনিয়েছেন পাক ওপেনার সইম আয়ুব ৷ স্বাভাবিকভাবেই ঘরের মাঠে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 22 বছরের ওপেনারকে নিয়ে প্রত্যাশা বাড়ছিল সেদেশের ক্রিকেটের অনুরাগীদের ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের প্রথমদিন ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট লাগে পাক ওপেনারের ৷ পরে জানা যায় গোড়ালিতে চিড় ধরেছে সইমের ৷ সেই চোট সারতে ছয় সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে ৷ তেমনটাই জানিয়েছে পিটিআই ৷
সইমের চোটের কারণে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডও ৷ তরুণ তুর্কিকে দেশের সম্পদ আখ্যা দিয়ে পিসিবি জানিয়েছে, সইমকে কেপটাউন থেকেই লন্ডন উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ শল্যচিকিৎসক ডঃ লাকি জেয়াসালিনের সঙ্গে ইতিমধ্যেই চিকিৎসা সংক্রান্ত যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন পাক ক্রিকেটার ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মাঠে ফেরার জন্য ক্রিকেটারকে তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ৷ নয়তো ফল খারাপ হতে বলে জানিয়েছেন তিনি ৷