পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোলাঁ গারোয় স্ট্রেট সেটে জয় দিয়ে শুরু নোভাকের - French Open 2024 - FRENCH OPEN 2024

Novak Djokovic: ফরাসি ওপেন অর্থাৎ, রোলাঁ গারোর প্রথম রাউন্ডে জিতে শুরু করলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ অবাছাই ফরাসি খেলোয়াড় পিয়েরে-হিউজ হারবার্টের বিরুদ্ধে জয় পেলেন ৷ তবে, প্রতিটি সেটেই নোভাককে কঠিন পরীক্ষায় ফেলেন তিনি ৷

Novak Djokovic
নোভাক জকোভিচ (ফাইল চিত্র)

By ANI

Published : May 29, 2024, 11:24 AM IST

প্যারিস, 29 মে: রোলাঁ গারোর প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জয় পেলেন নোভাক জকোভিচ ৷ স্ট্রেট সেটে জয় পেলেও তাঁকে কঠিন লড়াই দেন প্রতিদ্বন্দ্বী ৷ ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতের ম্যাচে প্রতিটি সেটে বিশ্বের একনম্বর সার্বিয়ান তারকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন অবাছাই ফরাসি খেলোয়াড় পিয়েরে-হিউজ হারবার্ট ৷ এই ম্যাচে দ্বিতীয় সেট টাই-ব্রেকার পর্যন্ত যায় ৷ শেষ পর্যন্ত 6-4, 7-7 (7-3), 6-4 স্ট্রেট সেটে জেতেন নোভাক ৷

মঙ্গলবার রাতের এই ম্যাচে বিশ্বের একনম্বর ও টুর্নামেন্টের প্রথমবাছাই নোভাক জকোভিচকে তাঁর সেরা ফর্মে দেখা যায়নি ৷ গত কয়েকমাস ধরে এটিপি টুর্নামেন্ট খেলে নিজেকে ম্যাচের মধ্যে রাখলেও, রোলাঁ গারোর ক্লে-কোর্টে প্রথম রাউন্ডের ম্যাচে কিছুটা ছন্দহীন দেখিয়েছে তাঁকে ৷ উল্লেখ্য, বিপরীতে অনভিজ্ঞ পিয়েরে-হিউজ হারবার্ট থাকায় এ যাত্রায় হয়তো ম্যাচ বের করে নিয়েছেন ৷ কিন্তু, টুর্নামেন্ট যত এগোবে, তত প্রতিপক্ষ কঠিন হবে ৷ সেখানে নোভাককে একশো শতাংশ ছন্দে কোর্টে নামতে হবে ৷

এদিন শুরু থেকে ফরাসি হারবার্টের দ্রুতগতির সার্ভ ও রিটার্ন জোকারের সমতুল্য ছিল ৷ তবে, দ্বিতীয় সেট টাই-ব্রেকারে পৌঁছনোর পর, আর সেই আগুন ঝরানো সার্ভ এবং রিটার্ন আর দেখা যায়নি ৷ সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ান নোভাক জকোভিচ ৷ প্রতিপক্ষকে বুঝিয়ে দেন, কেন তাঁর নামের পাশে 24টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি রয়েছে ৷ প্রথম সেটে নোভাক 6-4 গেমে জেতেন ৷ কিন্তু, প্রতিটি পয়েন্টের জন্য নোভাককে লড়াই করতে হয় ৷ এমনকি দ্বিতীয় সেটে পিয়েরে-হিউজ হারবার্ট সমানে-সমানে টক্কর দিতে থাকেন ৷

তবে, ঠান্ডা মাথার নোভাক ম্যাচটিকে টাই-ব্রেকারে নিয়ে যান ৷ দ্বিতীয় সেট 7-6 হতেই, তা টাই-ব্রেকারে চলে যায় ৷ আর এখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায় ৷ নোভাক প্রথম তিন পয়েন্ট হেলায় জিতে নেন ৷ সেখান থেকে আর পিছনে ফিরে তাকাননি ৷ উলটোদিকে পিয়েরে-হিউজ হারবার্ট টাই-ব্রেকে পিছিয়ে যেতেই চাপের মুখে ভেঙে পড়েন ৷ টাইব্রেক 7-3 পয়েন্টে জিতে দ্বিতীয় সেট 7-6 (7-3) গেমে শেষ করেন ৷ এরপর তৃতীয় সেটে কিছুটা চেষ্টা করলেও নোভাকের অভিজ্ঞতার কাছে হার মানেন হারবার্ট ৷ 6-4 গেমে জিতে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন সার্বিয়ান তারকা ৷

ম্যাচ নিয়ে নোভাক বলেন, "যখন প্রয়োজন পড়ে তখনই আমি সেরাটা বের করে নিয়ে আসি ৷ অসাধারণ একটা টাই-ব্রেকার খেললাম ৷ যতটা সম্ভব মনোযোগী থাকার চেষ্টা করেছি ৷ কোর্টে আমি সবসময় এই মনোভাব নিয়ে খেলি ৷ সম্প্রতি যে সব টুর্নামেন্ট খেলেছি, তার তুলনায় অনেক ভালো বোধ করছি ৷ তাই আমি এই মুহূর্তে ইতিবাচক দিকে এগিয়ে চলেছি ৷" উল্লেখ্য, গত সোমবার রাতে ফ্রেঞ্চ ওপেনের শুরুতেই অঘটন ঘটেছে ৷ প্রথমবার রোলাঁ গারোর প্রথম রাউন্ডে ক্লে-কোর্টের রাজাকে বিদায় নিতে হয়েছে ৷ অ্যালেকজান্ডার জেভেরেভের বিরুদ্ধে 6-3, 7-6 (7-5), 6-3 স্ট্রেট সেটে হেরেছেন তিনি ৷ এমনকি জানিয়েছেন, এই হারের পর আর টেনিস কোর্টে ফিরবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ এই অঘটনের ম্যাচের পর, নোভাক জকোভিচের দিকে নজর ছিল পুরো বিশ্বের ৷

ABOUT THE AUTHOR

...view details