পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আলকারাজকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েও রবিবার ভাগ্য সহায় চাইলেন জকোভিচ - Wimbledon Final 2024 - WIMBLEDON FINAL 2024

Wimbledon Final 2024: রবিবার সন্ধেয় উইম্বলডনের সেন্টার কোর্টে মুখোমুখি হবে নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারাজ ৷ গতবারের উইম্বলডনের ফাইনালেও এই দুই তারকা একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন ৷ যেখানে 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে হারিয়ে চমক দিয়েছিলেন সেই সময়ের 19 বছরের আলকারাজ ৷

ETV BHARAT
উইম্বলডন ফাইনালে মুখোমুখি নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারাজ ৷ (ছবি- উইম্বলডন এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 8:05 PM IST

লন্ডন, 13 জুন: শুক্রবার রাতে ইতালির লোরেনজো মুসেত্তিকে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের 37 নম্বর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠছেন নোভাক জকোভিচ ৷ ফাইনালে পৌঁছে এদিন বিশ্বের দু’নম্বর টেনিস তারকা নিজের নামের মর্যাদাই শুধু রাখলেন না, সঙ্গে টেনিস বিশ্বের সম্ভাব্য ভবিষ্যত তারকার নামও উল্লেখ করে গেলেন ৷ 2023 উইম্বলডনের ফাইনালে হেরেছিলেন, বছর ঘুরতে না-ঘুরতে রবিবার আরও এক উইম্বলডন ফাইনালে ফের নোভাকের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ ৷

4-6, 6-7 (2-7), 4-6 স্ট্রেট সেটে ম্যাচ জিতে ফাইনালের প্রতিপক্ষ আলকারাজের প্রশংসা শোনা গেল নোভাকের মুখে ৷ জানালেন, ভবিষ্যতে আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিততে চলেছেন 21 বছরের স্প্যানিশ যুবক ৷ সঙ্গে খানিক মজা করে বললেন, "আশা করব, সেই অনেক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের শুরুটা আগামী দু’দিনে হবে না ৷" উল্লেখ্য, স্প্যানিশ তরুণের কাছে উইম্বলডন ফাইনালে ইতিমধ্যে একবার হেরেছেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ 2023 উইম্বলডনে হারের প্রসঙ্গও উঠে আসে নোভাকের কথায় ৷

জোকার বলেন, "একজন তরুণ খেলোয়াড় হিসেবে ও একজন আদর্শ ৷ একেবারে নিয়মানুবর্তিতায় জীবনযাপন করে ৷ কোর্টের বাইরেও শৃঙ্খলাবদ্ধ ৷ ওর জীবনে পরিবারের গুরুত্ব অনেক ৷ এই খেলায় মাত্র 21 বছর বয়সে মহান খেলোয়াড় হওয়ার দাবিদার আলকারাজ ৷ ভবিষ্যতে ওর আরও অনেক সাফল্য আমি দেখতে পাচ্ছি, এতে কোনও সন্দেহ নেই ৷ আগামী দিনে আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম জিতবে ৷ কিন্তু, আশা করছি আগামী দু’দিনে এই গ্র্যান্ড স্ল্যামে নয় ৷"

এরপরেই নোভাক বলেন, "টানটান উত্তেজনায় ভরা 5 সেটের ম্যাচে এখানেই ও (আলকারাজ) আমাকে হারিয়েছে আগে ৷ আমি এর চেয়ে কম কিছু আশা করি না ৷ ওরা আসার পর আমি একজন সম্পূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছি ৷ তাই আমার ওকে হারাতে হলে, নিজের সবচেয়ে সেরাটা বের করে আনতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details