মুম্বই, 10 মে: গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার ৷ যে সিদ্ধান্ত পুরোপুরি জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের ছিল বলে দাবি করেছেন জয় শাহ ৷ কিন্তু, তারপরে যা তিনি বলেছেন, তা হয় তো ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের কাছেও একটা বার্তা পৌঁছে দিল ৷ আর তা হল, 'কেউ অপরিহার্য নয়' ৷
তবে, কি শ্রেয়স এবং ঈশানকে উদাহরণ হিসেবে টেনে ভারতীয় দলের বাকিদের কোনও বার্তা দিতে চাইলেন জয় শাহ ? যদিও, জয় শাহ নিজেকে শুধুই আজ্ঞা পালক হিসেবে দাবি করছেন ৷ কিন্তু, আদৌতে কি তা বাস্তব সম্মত ? এ নিয়ে তর্ক থেকেই যায় ৷ কিন্তু, 'কেউ অপরিহার্য নয়' এই বার্তাটা অন্তত শ্রেয়স বা ঈশানের জন্য হতে পারে না ৷ কারণ, তাঁরা এমন কিছু ভারতীয় ক্রিকেটের জন্য করে ফেলেননি যে, আজকের দিনে তাঁদের বাদ দিয়ে ভারতীয় দল ভাবা যায় না ৷ সেক্ষেত্রে জয় শাহর বক্তব্যের উদ্দেশ্য অন্য কেউ বা কারা ছিলেন ?
কারণ, সম্প্রতি ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারে খেলা নিয়ে তর্কবিতর্ক জারি রয়েছে ৷ সেই আবহে জয় শাহের মন্তব্যের অন্য ইঙ্গিত থাকলেও থাকতে পারে ৷ বিসিসিআই সচিব বলেন, "আপনি বিসিসিআইয়ের সংবিধান দেখতে পারেন ৷ আমি কেবল এক আজ্ঞা পালক ৷ এই সিদ্ধান্ত পুরোটাই অজিত আগরকারের ছিল ৷ কারণ, ওই দুই ক্রিকেটার (শ্রেয়স এবং ঈশান) ঘরোয়া ক্রিকেট খেলছিল না ৷ তাই ওদের বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর ছিল ৷"