পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কেউ 'অপরিহার্য' নয়, শ্রেয়স-ঈশানের বার্ষিক চুক্তি খারিজ নিয়ে মত বোর্ড সচিবের - Jay Shah on BCCI Central Contracts - JAY SHAH ON BCCI CENTRAL CONTRACTS

Jay Shah on BCCI Central Contracts: ভারতীয় ক্রিকেটে কেউ 'অপরিহার্য' নন ! এমনই মন্তব্য করলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ আর তাঁর এই মন্তব্যের উদ্দেশ্য ছিল শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ ৷ বিশ্বকাপের পর এই দুই ক্রিকেটারের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে এই মন্তব্য করেছেন বোর্ড সচিব ৷

ETV BHARAT
শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ নিয়ে বার্তা জয় শাহের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 5:17 PM IST

মুম্বই, 10 মে: গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার ৷ যে সিদ্ধান্ত পুরোপুরি জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের ছিল বলে দাবি করেছেন জয় শাহ ৷ কিন্তু, তারপরে যা তিনি বলেছেন, তা হয় তো ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের কাছেও একটা বার্তা পৌঁছে দিল ৷ আর তা হল, 'কেউ অপরিহার্য নয়' ৷

তবে, কি শ্রেয়স এবং ঈশানকে উদাহরণ হিসেবে টেনে ভারতীয় দলের বাকিদের কোনও বার্তা দিতে চাইলেন জয় শাহ ? যদিও, জয় শাহ নিজেকে শুধুই আজ্ঞা পালক হিসেবে দাবি করছেন ৷ কিন্তু, আদৌতে কি তা বাস্তব সম্মত ? এ নিয়ে তর্ক থেকেই যায় ৷ কিন্তু, 'কেউ অপরিহার্য নয়' এই বার্তাটা অন্তত শ্রেয়স বা ঈশানের জন্য হতে পারে না ৷ কারণ, তাঁরা এমন কিছু ভারতীয় ক্রিকেটের জন্য করে ফেলেননি যে, আজকের দিনে তাঁদের বাদ দিয়ে ভারতীয় দল ভাবা যায় না ৷ সেক্ষেত্রে জয় শাহর বক্তব্যের উদ্দেশ্য অন্য কেউ বা কারা ছিলেন ?

কারণ, সম্প্রতি ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারে খেলা নিয়ে তর্কবিতর্ক জারি রয়েছে ৷ সেই আবহে জয় শাহের মন্তব্যের অন্য ইঙ্গিত থাকলেও থাকতে পারে ৷ বিসিসিআই সচিব বলেন, "আপনি বিসিসিআইয়ের সংবিধান দেখতে পারেন ৷ আমি কেবল এক আজ্ঞা পালক ৷ এই সিদ্ধান্ত পুরোটাই অজিত আগরকারের ছিল ৷ কারণ, ওই দুই ক্রিকেটার (শ্রেয়স এবং ঈশান) ঘরোয়া ক্রিকেট খেলছিল না ৷ তাই ওদের বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর ছিল ৷"

এরপরেই জয় শাহ যোগ করেন, "আমার কাজ হল, সিদ্ধান্তকে কার্যকর করা ৷ আর তার জায়গায় আমরা সঞ্জুর মতো ভালো ক্রিকেটারকে পেয়েছি ৷ কেউই 'অপরিহার্য' নন ৷" সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টকে গুরুত্ব দিতে হবে ৷ উল্লেখ্য, ঈশান কিষাণ হোম সিকনেসের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ৷ এরপর তাঁকে বিভিন্ন টিভি শো ও অনুষ্ঠানে সামিল হতে দেখা যায়, ক্রিকেটের বাইরে ৷

এমনকি ঘরোয়া ক্রিকেটের মরশুমেও ঈশান রাজ্য দলের হয়ে খেলেননি ৷ পরবর্তীতে শ্রেয়স আইয়ার পিঠের চোটের কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর দল থেকে বেরিয়ে যান ৷ কিন্তু, এনসিএ তাঁকে ফিট ঘোষণা করলেও, শ্রেয়স জাতীয় বা রঞ্জি দলের হয়ে খেলেননি ৷ বদলে মুম্বইয়ে আয়োজিত কেকেআরের শিবিরে গিয়েছিলেন ৷ যার পরেই দুই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয় ৷

খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই ৷

আরও পড়ুন:

  1. রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেসার শামি
  2. আইপিএলে 'ইম্প্যাক্ট প্লেয়ার' পরীক্ষামূলক, রয়েছে প্রত্যাহারের সুযোগ: জয় শাহ
  3. রোহিতদের দীর্ঘমেয়াদি কোচের খোঁজে বিসিসিআই, শীঘ্র বিজ্ঞপ্তি বোর্ডের

ABOUT THE AUTHOR

...view details