পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতে আসার আগে চুনকামের মুখে নিউজিল্যান্ড, একশোর আগে শেষ উইলিয়ামসনরা - SRI LANKA vs NEW ZEALAND TEST

SL vs NZ 2nd TEST: শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার নজির নিউজিল্য়ান্ডের ৷ দ্বীপরাষ্ট্রের মাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একশোর আগে গুটিয়ে গেল তাঁরা ৷ সবমিলিয়ে ভারতে আসার আগে ইনিংস হারের মুখে সফরকারী দল ৷

SL vs NZ 2nd TEST
হোয়াইটওয়াশের মুখে নিউজিল্যান্ড (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 28, 2024, 5:36 PM IST

গল, 28 সেপ্টেম্বর: আগামী 16 অক্টোবর ভারতের মাটিতে টেস্ট সিরিজে অভিযান শুরু করছে নিউজিল্য়ান্ড ৷ তার আগে শ্রীলঙ্কার মাটিতে ল্য়াজেগোবরে দশা কিউয়িদের ৷ প্রথম টেস্টে পরাজয়ের পর গলে চলতি দ্বিতীয় টেস্টে ইনিংস হারের মুখে টিম সাউদি অ্যান্ড কোম্পানি ৷ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 602 রানের জবাবে একশোর আগে গুটিয়ে গেল কিউয়িরা ৷ ফলো-অন করতে নেমেও 199 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারী দল ৷ সবমিলিয়ে রোহিতদের বিরুদ্ধে খেলতে আসার আগে দ্বীপরাষ্ট্রে চুনকামের মুখোমুখি নিউজিল্য়ান্ড ৷

তিন ব্যাটারের শতরানের সৌজন্যে শ্রীলঙ্কার পাহাড়প্রমাণ রানের পাল্টা ব্যাট করতে নেমে শুক্রবারই 2টি উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্য়ান্ড ৷ আর শনিবার অর্থাৎ, তৃতীয়দিন মর্নিং সেশনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে 'ব্ল্য়াক ক্যাপস' ইনিংস ৷ প্রবথ জয়সূর্যর হাফ-ডজন এবং নিশান পেইরিসের তিন উইকেটে মাত্র 88 রানে শেষ হয়ে যায় প্রথম টেস্ট বিশ্ব চ্য়াম্পিয়নশিপে রানার্সদের ৷ যা দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তাঁদের সর্বনিম্ন টেস্ট স্কোর ৷ নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সর্বাধিক 29 রান মিচেল স্যান্টনারের ৷ জয়সূর্যর ঘূর্ণির সামনে মাত্র তিন কিউয়ি ব্য়াটারই দু'অঙ্কের ঘরে পৌঁছতে সমর্থ হন ৷

514 রানে এগিয়ে থেকে অতিথি দলকে ফলো-অন করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয় ডি'সিলভা ৷ তবে দ্বিতীয় ইনিংসেও অবস্থা মোটেই সুবিধার নয় ৷ ওপেনার টম ল্যাথাম শূন্যে ফেরার পর দ্বিতীয় উইকেটে একটা চেষ্টা করেছিলেন ডেভন কনওয়ে-কেন উইলিয়ামসন জুটি ৷ দু'জনে যোগ করেন 97 রান ৷ এরপর 61 রানে ফেরেন কনওয়ে ৷ উইলিয়ামসন আউট হন 46 রানে ৷

বৃষ্টি এবং মন্দ আলোর কারণে তৃতীয়দিন নির্ধারিত সময়ের আগেই শেষ হয় খেলা ৷ দিনের শেষ কিউয়িদের রান 5 উইকেটে 199 ৷ এখনও 315 রানে পিছিয়ে নিউজিল্য়ান্ড ৷ ক্রিজে 47 রানে অপরাজিত টম ব্লান্ডেল ৷ অন্যদিকে গ্লেন ফিলিপস অপরাজিত 32 রানে ৷ দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত তিন উইকেট পেইরিসের ঝুলিতে ৷

ABOUT THE AUTHOR

...view details