মুম্বই, 2 নভেম্বর: প্রথমদিন গিয়েছিল 14 উইকেট ৷ তৃতীয় টেস্টের দ্বিতীয়দিনেও দু'দলের মিলিয়ে পড়ল 15টি উইকেট ৷ আর ওয়াংখেড়ের বাইশ গজের ঘূর্ণিকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার চলতি সিরিজে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ আজাজ প্যাটেলের পাঁচ উইকেটে মাত্র 28 রানে লিড নিয়ে শনিবার প্রথম ইনিংস শেষ হয় ভারতের ৷ নিউজিল্যান্ডের 235 রানের জবাবে রোহিতব্রিগেডের প্রথম ইনিংস থামে 263 রানে ৷ ফের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে দ্বিতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান নয় উইকেট হারিয়ে 171 ৷ অর্থাৎ, টম ল্যাথামের দল এগিয়ে 143 রানে ৷
সবমিলিয়ে তৃতীয়দিনের শুরুতেই কিউয়িদের বাকি একমাত্র উইকেট তুলে নিলে হোয়াইটওয়াশ এড়ানো ভারতের জন্য খুব একটা কঠিন হবে বলে মনে হয় না ৷ যদিও ওয়াংখেড়ের ঘূর্ণিতে সেক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে ভারতীয় ব্যাটারদের ৷ শুভমন গিলের 90 রান ও ঋষভ পন্তের 60 রানে ভর করে প্রথম ইনিংসে সামান্য লিড নেওয়ার রাস্তা প্রশস্ত হয় ভারতের ৷ দু'জনের পঞ্চম উইকেটে যোগ হয় 96 রান ৷ শেষদিকে মূল্যবান 38 রান (36 বল) আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ৷