পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে নাকাল কিউয়িরা, ওয়াংখেড়েতে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে

ম্যাচ জয়ের নিরিখে যথেষ্ট সুবিধাজনক জায়গায় থাকলেও তৃতীয়দিন সাবধান থাকতে হবে ভারতকে ৷ দ্বিতীয়দিনের শেষে কত রানে পিছিয়ে রোহিতব্রিগেড ?

RAVINDRA JADEJA CELEBRATES
ওয়াংখেড়েতে জাদেজার ভেলকি (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 2, 2024, 5:26 PM IST

মুম্বই, 2 নভেম্বর: প্রথমদিন গিয়েছিল 14 উইকেট ৷ তৃতীয় টেস্টের দ্বিতীয়দিনেও দু'দলের মিলিয়ে পড়ল 15টি উইকেট ৷ আর ওয়াংখেড়ের বাইশ গজের ঘূর্ণিকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার চলতি সিরিজে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ আজাজ প্যাটেলের পাঁচ উইকেটে মাত্র 28 রানে লিড নিয়ে শনিবার প্রথম ইনিংস শেষ হয় ভারতের ৷ নিউজিল্যান্ডের 235 রানের জবাবে রোহিতব্রিগেডের প্রথম ইনিংস থামে 263 রানে ৷ ফের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে দ্বিতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান নয় উইকেট হারিয়ে 171 ৷ অর্থাৎ, টম ল্যাথামের দল এগিয়ে 143 রানে ৷

সবমিলিয়ে তৃতীয়দিনের শুরুতেই কিউয়িদের বাকি একমাত্র উইকেট তুলে নিলে হোয়াইটওয়াশ এড়ানো ভারতের জন্য খুব একটা কঠিন হবে বলে মনে হয় না ৷ যদিও ওয়াংখেড়ের ঘূর্ণিতে সেক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে ভারতীয় ব্যাটারদের ৷ শুভমন গিলের 90 রান ও ঋষভ পন্তের 60 রানে ভর করে প্রথম ইনিংসে সামান্য লিড নেওয়ার রাস্তা প্রশস্ত হয় ভারতের ৷ দু'জনের পঞ্চম উইকেটে যোগ হয় 96 রান ৷ শেষদিকে মূল্যবান 38 রান (36 বল) আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ৷

পাল্টা ব্যাট করতে নেমে ওয়াংখেড়ের বাইশ গজে ফের মুখ থুবড়ে পড়ে কিউয়ি ব্যাটিং ৷ অর্ধশতরানে একমাত্র প্রতিরোধ গড়েন উইল ইয়ং (51) ৷ জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে চওড়া হয়নি আর কোনও নিউজিল্যান্ড ব্যাটারের ব্যাট ৷ জাদেজার ঝুলিতে ফের চার উইকেট ৷ অশ্বিন নেন তিন উইকেট ৷ ওয়াশিংটন সুন্দর ও আকাশদীপের ঝুলিয়ে যায় একটি করে উইকেট ৷ 171 রানের মাথায় দিনের শেষ বলে নবম উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের ৷

ক্রিজে সাত রানে ব্যাট করছেন আজাজ প্যাটেল ৷ সবমিলিয়ে রবিবাসরীয় সকালে লিড দেড়শোর মধ্যে রেখে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে বেঁধে ফেলাই লক্ষ্য হবে ভারতের ৷ এরপর বাকিটা ব্যাটারদের কাঁধেই ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ওয়াংখেড়েতে চতুর্থ ইনিংসে সর্বাধিক 163 রান তাড়া করে জয় রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৷ তাও আবার 24 বছর আগে ৷ অর্থাৎ, ভারতকে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান তাড়া করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details