পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জেট প্লেনের গতিই অনুপ্রেরণা লখনউয়ের নয়া স্পিডস্টার ময়াঙ্কের - IPL 2024 - IPL 2024

IPL 2024: তাঁর গতির কাছে পরাজিত হয়েছেন শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টোর মতো পোড় খাওয়া ক্রিকেটাররা ৷ দিল্লির 21 বছরের যুবক ময়াঙ্ক যাদবের কাছে গতি মানে ভালোবাসা ৷ ছোটবেলা থেকে গতির প্রতি টানে থেকে পেসার হয়েছেন ৷ সেই ময়াঙ্কের আইপিএল অভিষেকে প্রায় প্রতি ঘণ্টায় 156 কিলোমিটার বেগে বল এখন চর্চার বিষয় ৷

Image Courtesy: X
Image Courtesy: X

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 6:51 PM IST

লখনউ, 31 মার্চ: আইপিএলের মঞ্চে নয়া আবিষ্কার দিল্লির স্পিডস্টার ময়ঙ্ক যাদব ৷ 155.8 কিলোমিটার প্রতিঘণ্টার বেগে বল করে, ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন 21 বছরের ময়ঙ্ক ৷ গতির প্রতি এই ভালোবাসা তাঁর ছোট থেকেই ৷ শৈশব থেকেই গতির প্রতি আলাদা আবেগ কাজ করত ৷ যখন আকাশে জেটের মসৃণ রেখা, রকেটের বিস্ময়কর গতি ও সুপারবাইকের তুফান তাঁকে টানত ৷ সেখান থেকেই গতির প্রতি ভালোবাসা ও ক্রিকেটার হিসেবে একজন পেসার হওয়া ৷

আর ময়াঙ্ক যাদবের গতির প্রতি ভালোবাসাই শনিবার রাতে লখনউ সুপার জায়ান্টসকে 2024 আইপিএলের প্রথম জয় এনে দিয়েছে ৷ পঞ্জাব কিংসের ওপেনিং জুটি যখন লখনউের একানা স্টেডিয়ামে চার-ছয়ের ঝড় তুলেছিল, তখন দশম ওভারে স্ট্যান্ডবাই অধিনায়ক নিকোলাস পুরান তাঁর হাতে বল তুলে দেন ৷ তাঁর প্রথম ওভারে গতির সুযোগ নিয়ে শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টো 15 রান তোলেন ৷ কিন্তু, দ্বিতীয় ওভারের প্রথম বলে সেই আগুনে গতিতেই শিখর ধাওয়ানকে পরাস্ত করেন ৷ যে বলটি এখনও পর্যন্ত চলতি আইপিএলের সর্বোচ্চ গতিতে করা ৷ 155.8 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

প্রায় 156 কিলোমিটার গতিতে আসা বলটিকে শিখর স্টাম্প ছেড়ে উইকেট কিপার ও শর্ট থার্ডম্যানের মাঝখান দিয়ে খেলতে গিয়েছিলেন ৷ কিন্তু, বলে গতি এতটাই ছিল যে, ব্যাট পৌঁছানোর আগেই বল বেরিয়ে যায় ৷ ওই ওভারেই ময়ঙ্কের গতির শিকার হন জমি বেয়ারস্টো ৷ শর্ট বলে পুল খেলতে গিতে মিড-উইকেটে মাঝমাঠে ক্যাচ আউট হন ৷ প্রায় একইভাবে গতিতে পরাস্ত হয়ে প্রভসিমরন সিং এবং জিতেশ শর্মা আউট হন ৷ 4 ওভারের স্পেলে মোট 9 বার 150 বা তার বেশি গতিতে বল করেছেন ময়াঙ্ক ৷ আর সবচেয়ে কম গতির বল ছিল 141 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

নিজের এই আগুনে স্পেল নিয়ে ময়াঙ্ক বলেন, "ক্রিকেটের বাইরে সাধারণ জীবনেও, যেসব জিনিসের সঙ্গে গতির সম্পর্ক রয়েছে, তা আমার খুব ভালো লাগে ৷ তা সেটা রকেট, এরোপ্লেন বা সুপারবাইক যা খুশি, গতি আমাকে উত্তেজিত করে ৷ ছোটবেলায় আমার জেট প্লেন খুব ভালো লাগত, তার থেকে অনুপ্রেরণা পেতাম ৷" জেট গতির বোলারের ক্রিকেট মাঠের অনুপ্রেরণা বা আইডল হলেন ডেল স্টেইন ৷ যাঁর গতি বিশ্বের তাবড় ব্যাটারদের সমস্যায় ফেলেছে ৷

ময়াঙ্ক বলেন, "আমি একজন ফাস্ট বোলারকেই ফলো করি, আর সেটা হলেন ডেল স্টেইন ৷ উনি আমার আইডল এবং আমি ওনাকে মেনে চলি ৷" ময়াঙ্ক যেমন স্টেইন-গানকে আদর্শ মনে করেন ৷ তেমনি ময়াঙ্কের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন স্টেইন ৷ লখনউয়ের হয়ে তাঁর বোলিং দেখে দেরি করেননি প্রাক্তন প্রোটিয়া পেসার ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "155.8 ! ময়াঙ্ক যাদব কোথায় লুকিয়ে ছিলে তুমি !" স্পষ্টতই ময়াঙ্কের গতিতে মজেছেন স্টেইনগান ৷ তবে শুধু স্টেইন নন; প্রাক্তন অজি স্পিডস্টার ব্রেট লি ময়াঙ্কের বলের গতি ও নিয়ন্ত্রণ দেখে বিস্ময় প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের আগে ফের পাকিস্তান দলের অধিনায়ক বাবর
  2. ময়াঙ্ক-মহসিনের দাপটে পঞ্জাব ‘বধ’ লখনউয়ের
  3. মিয়ামি ওপেন ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-এবডেন জুটি, ফিরলেন শীর্ষ ব়্যাংকিংয়ে

ABOUT THE AUTHOR

...view details