পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের সোনা হাতছাড়া নীরজের, ডায়মন্ড লিগে ফাইনালেও দ্বিতীয় চোপড়া - Neeraj Chopra - NEERAJ CHOPRA

Neeraj Chopra Finishes Second in Diamond League: পারলেন না নীরজ ৷ টানা চারটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল টোকিয়োর ‘সোনার ছেলে’কে ৷

Neeraj Chopra
ডায়মন্ড লিগে ফাইনালেও দ্বিতীয় চোপড়া (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 9:06 AM IST

ব্রাসেলস, 15 সেপ্টেম্বর: হতাশ করলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী নীরজ চোপড়া ৷ প্যারিস অলিম্পিক্সের পর লুসানের ডায়মন্ড লিগেও দ্বিতীয় হয়েছিলেন ৷ এবার ব্রাসেলসেও ফের সোনা হাতছাড়া নীরজের ৷ অলিম্পিক্সের মতো দ্বিতীয় স্থানে শেষ করেই সন্তুষ্ট থাকতে হল 'সোনার ছেলে'কে ৷ ডায়মন্ড লিগে 1 সেন্টিমিটারের জন্য সোনা পেলেন না দেশের তারকা জ্যাভলার ৷

ভক্তদের আশা ছিল, সোনা জিতে প্যারিসের জ্বালায় খানিক মলম লাগাবেন নীরজ ৷ দীর্ঘদিন ধরে কুঁচকির চোটে ভুগছেন টোকিয়োর সোনাজয়ী ৷ যা প্রভাব ফেলেছিল প্যারিসের পারফর্ম্যান্সেও ৷ 8 অগস্ট প্যারিস অলিম্পিক্সে 89.45 মিটার থ্রো করে রুপো জেতেন তিনি ৷ যদিও তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জিতে প্যারিসেও দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন নীরজ । কিন্তু শেষরক্ষা হয়নি ৷ পাকিস্তানের আরশাদ নাদিম কাছে হার মানেন নীরজ ৷ 92.97 মিটার থ্রো করে প্যারিসে সোনা জিতে নেন নাদিম ৷ ব্রাসেলসেও নীরজকে দেখে বোঝা গেল, এখনও চোটের কারণে নিজের সেরাটা দিতে পারছেন না ৷

শনিবার রাতে ব্রাসেলসে ডায়মন্ড লিগ 2024 ফাইনালে 1 সেন্টিমিটারের জন্য সোনা জিততে পারেননি নীরজ ৷ 87.86 মিটার সেরা থ্রো করে দ্বিতীয় হন তিনি । ফাইনালে 87.87 মিটারের সেরা থ্রো করে বিজয়ী হন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স । জার্মানির জুলিয়ান ওয়েবার 85.97 মিটার থ্রো করে তৃতীয় স্থানে রয়েছেন।

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার বর্শা ছুড়ে প্রথম হয়েছিলেন নীরজ ৷ এ বছর মে মাসে দোহায় 88.36 মিটার ছুড়ে দ্বিতীয় হন । তারপর প্যারিস অলিম্পিক্স, লুসান ডায়মন্ড লিগের পর এবার ব্রাসেলস ডায়মন্ড লিগ ফাইনাল ৷ অর্থাৎ টানা চারটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details