রাওয়ালপিন্ডি, 25 অগস্ট: দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে বাইশ গজে দুরন্ত বাংলাদেশ ক্রিকেটাররা ৷ পাকিস্তানের বিরুদ্ধে শনিবার প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ৷ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সেই জয় সম্প্রতি দেশজোড়া আন্দোলনে প্রাণ হারানো সকল ভাইবোনেদের উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷
এদিন ম্যাচ জয়ের পর প্রাইজ সেরেমনিতে শান্ত বলেন, "সম্প্রতি দেশজোড়া প্রতিবাদ আন্দোলনে যে সকল মানুষ প্রাণ হারিয়েছেন এই জয় আমরা তাঁদেরকেই উৎসর্গ করছি ৷ একইসঙ্গে সকলের আত্মার শান্তি কামনা করছি ৷" সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং তার জেরে চলতি মাসের শুরুতেও অশান্ত ছিল বাংলাদেশ ৷ ছাত্র আন্দোলনের জেরে শেষমেশ সেদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৷ পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ভারতের পড়শি দেশে ৷ কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের জেরে 600-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেদেশে ৷