নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: চলতি মাসের শুরুতে দলীপ ট্রফিতে হাঁকিয়েছিলেন দুরন্ত শতরান ৷ আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইরানি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিল তাঁর ৷ শুক্রবার রাতে আজমগড় থেকে লখনউয়ে সতীর্থদের সঙ্গে যোগ দিতেই যাচ্ছিলেন মুশির খান ৷ পথে ঘটে গেল দুর্ঘটনা ৷ আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন সরফরাজ খানের ভাই 19 বছরের মুশির ৷ আহত হয়েছেন তাঁর সঙ্গে গাড়িতে থাকা বাবা নৌশাদ খানও ৷
দুর্ঘটনায় গলায় ব্য়াপক চোট পেয়েছেন মুশির ৷ সামান্য আঘাত পেয়েছেন তাঁর বাবা ৷ আপাতত লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মুম্বই ক্রিকেটার ও তাঁর বাবা ৷ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও না-জানা গেলেও গতিতে ছুটতে থাকা মুশিরের গাড়ি বেশ কয়েকবার পাল্টি খায় বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার অভিঘাতে গাড়িটির একাংশ দুমড়ে-মুচড়ে যায় ৷ মুশির এতটাই আহত হয়েছেন যে, বাকি মরশুমে মুম্বই ক্রিকেটার আর খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে ৷ তবে হাসপাতালের তরফে শনিবার সকালে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে মুশির এখন বিপন্মুক্ত ৷