কলকাতা, 7 ফেব্রুয়ারি: দেশের মাটিতে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ৷ যে সিরিজের মধ্যে দিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারছে ভারতীয় দল ৷ এমতাবস্থায় ঘরোয়া ক্রিকেটেও উত্তাপ যথেষ্ট। বাংলা গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও ইডেন গার্ডেন্স সেই উত্তাপ থেকে বঞ্চিত নয়। শনিবার থেকে ইডেনে শুরু হচ্ছে মুম্বই বনাম হরিয়ানার রঞ্জি ট্রফির শেষ আটের লড়াই। সম্প্রতি ভারতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ট্রফিতে খেলা বাধ্যতামূলক করেছেে বোর্ড। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার কড়া নির্দেশে রঞ্জি ট্রফির আসর এখন তারকাখচিত।
মুম্বইয়ের হয়ে রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে কলকাতায় এসেছেন সূর্যকুমার যাদব, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, শার্দূল ঠাকুররা। গত 22 জানুয়ারি ভারতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে ইডেনে খেলে গিয়েছেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচ এবং সিরিজ ভারত জিতলেও ইংরেজদের বিরুদ্ধে পাঁচম্যাচের সিরিজে রান পাননি মুম্বই ব্য়াটার। এমনকী মুম্বইয়ের হয়ে সীমিত ওভারের প্রতিযোগিতায় নেমেও সূর্যর ব্যাটে রানের খরা চলছে। তাই রঞ্জি কোয়ার্টার থেকে রানে ফিরতে চাইছেন ভারতের কুড়ি-বিশের অধিনায়ক।