পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইডেনে কাল থেকে মুম্বই-হরিয়ানা শেষ আটের লড়াই, রানে ফিরতে মরিয়া সূর্য - RANJI TROPHY QUARTER FINAL

শেষমুহূর্তে ভেন্যু বদলে ইডেনে মুম্বই বনাম হরিয়ানা রঞ্জি ম্য়াচ ৷ রানের ফেরার আশায় ভারতের টি-20 অধিনায়ক 'স্কাই' ৷

RANJI TROPHY
প্রস্তুতিতে সূর্য (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Feb 7, 2025, 7:59 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: দেশের মাটিতে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ৷ যে সিরিজের মধ্যে দিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারছে ভারতীয় দল ৷ এমতাবস্থায় ঘরোয়া ক্রিকেটেও উত্তাপ যথেষ্ট। বাংলা গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও ইডেন গার্ডেন্স সেই উত্তাপ থেকে বঞ্চিত নয়। শনিবার থেকে ইডেনে শুরু হচ্ছে মুম্বই বনাম হরিয়ানার রঞ্জি ট্রফির শেষ আটের লড়াই। সম্প্রতি ভারতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ট্রফিতে খেলা বাধ্যতামূলক করেছেে বোর্ড। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার কড়া নির্দেশে রঞ্জি ট্রফির আসর এখন তারকাখচিত।

মুম্বইয়ের হয়ে রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে কলকাতায় এসেছেন সূর্যকুমার যাদব, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, শার্দূল ঠাকুররা। গত 22 জানুয়ারি ভারতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে ইডেনে খেলে গিয়েছেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচ এবং সিরিজ ভারত জিতলেও ইংরেজদের বিরুদ্ধে পাঁচম্যাচের সিরিজে রান পাননি মুম্বই ব্য়াটার। এমনকী মুম্বইয়ের হয়ে সীমিত ওভারের প্রতিযোগিতায় নেমেও সূর্যর ব্যাটে রানের খরা চলছে। তাই রঞ্জি কোয়ার্টার থেকে রানে ফিরতে চাইছেন ভারতের কুড়ি-বিশের অধিনায়ক।

ম্যাচের আগে দু'দিন ইডেনে তাই বাড়তি সময় ব্যয় করলেন তিনি। তাঁর ব্যাটে রানের খরা নিয়ে চর্চা চললেও সূর্যকুমার তা মানতে রাজি নন। ভারত অধিনায়ক বলছেন, "ছন্দে ফিরতে একটু সময় লাগছে, এই যা।" ইডেনে ব্যাটিং করতে ভালোলাগছে বলেই গত দু'দিন নেটে বাড়তি সময় ব্যয় করেছেন বলেও জানালেন 'স্কাই'। এমনিতে ইডেনে প্রচুর স্মৃতি রয়েছে তাঁর। ক্রিকেটের নন্দনকাননে খেলাটাও বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন সূর্য।

তবে রঞ্জিতে আজিঙ্কা রাহানের হাতে মুম্বইয়ের নেতৃত্বের ব্যাটন। দলগত সংহতির প্রশংসা তাঁর মুখে। একইভাবে ইডেনের উইকেটেরও প্রশংসা করলেন নাইট ক্রিকেটার। ইডেনের উইকেট রঞ্জির শেষ আটে ব্যাটারদের সাহায্য করবে বলেও বলে মনে করেন তিনি। নাইট রাইডার্সের জার্সিতে আগামী মাস থেকেই ইডেনে আইপিএল যুদ্ধে নামবেন। তাঁর আগে চেনা মাঠে অগ্নিপরীক্ষা জিঙ্কসের ৷ মুম্বই দলে রয়েছেন ধবল কুলকার্নির মত তারকাও ৷ দলে শিবম দুবের প্রয়োজনীয়তা নিয়ে রাহানে জানালেন, লাল বলের ক্রিকেটে শিবম যথেষ্ট উপযোগী। শীঘ্রই ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে। একইসঙ্গে দলকে সেমিতে তুলতে দুবের দক্ষতা কাজে লাগাতে মরিয়া তিনি।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details