হায়দরাবাদ, 23 নভেম্বর: লিও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে নেইমার, লুইস সুয়ারেজ ৷ ক্লাব ফুটবলে মাঠ মাতানোই শুধু নয়, সুপারস্টারদের নামের সঙ্গে থাকে বিরাট বিরাট অঙ্কের টাকাও ৷ বিশ্বজুড়েই ক্লাব ফুটবলে অন্যতম আকর্ষণীয় ট্রান্সফার উইন্ডো ৷ কোন ক্লাবের তারকাকে কোন ক্লাব ছিনিয়ে নেয় এবং তাঁর জন্য কত খরচ হয়, তাই জানতে উৎসুক থাকেন ভক্তরা ৷
সাধারণত ফুটবল মরশুমে দু’টি ট্রান্সফার উইন্ডো থাকে - গ্রীষ্ম এবং শীত । প্রতিটি ট্রান্সফার উইন্ডোর সময়কাল সেই দেশের ঘরোয়া লিগ এবং জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয় । ইউরোপে গ্রীষ্মের উইন্ডোটি সাধারণত 1 জুলাই থেকে 31 অগস্টের মধ্যে এবং শীতকালীন ট্রান্সফার উইন্ডো জানুয়ারি মাসে খোলে ।
UEFA চ্যাম্পিয়ন্স লিগ-সহ একাধিক ট্রফি জেতার লক্ষ্যে সেরা খেলোয়াড়কে দলে টানতে আগ্রহী থাকে ক্লাবগুলি ৷ ফুটবলারদের দলে নিতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা ৷ কিন্তু জানেন কোন তারকা ট্রান্সফার উইন্ডোয় সর্বোচ্চ দর পেয়েছে ? তালিকায় নেই লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডা ৷ দেখে নিন ব্যয়বহুল 5 ট্রান্সফার...
- নেইমার (বার্সেলোনা থেকে পিএসজি) - ₹1,776 কোটি
প্যারিস সা জাঁ 2017 ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে খরচ করেছিল 222 মিলিয়ন ইউরো প্রদান ৷ ক্লাবের হয়ে 118টি গোল এবং 77টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের ৷ বর্তমানে আল-হিলালের হয়ে খেলেন তিনি । বর্ণময় কেরিয়ারে নেইমার খেলেছেন সান্তোস এফসি, বার্সেলোনা, পিএসজি এবং আল-হিলালের হয়ে ।
- কিলিয়ান এমবাপ্পে (মোনাকো থেকে পিএসজি) - ₹1,440 কোটি