পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নবাবের শহরে নিভল মশাল, সিএম কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান - Mohun Bagan Wins UP CM Cup - MOHUN BAGAN WINS UP CM CUP

Mohun Bagan Vs East Bengal: নবাবের শহরে বাজিমাত মোহনবাগানের ৷ ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে চিফ মিনিস্টার কাপ ঘরে তুলল সবুজ-মেরুন ৷

Mohun Bagan Vs East Bengal
সিএম কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 9:58 AM IST

লখনউ, 3 সেপ্টেম্বর: ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে চিফ মিনিস্টার কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ লখনউকে ন্যাশনাল স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয়েছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ ৷ দু’দলই তাদের কলকাতা লিগে অংশ নেওয়া ডেভেলপমেন্ট দলকে নামিয়েছিল । ফলে প্রদর্শনী ম্যাচ হলেও ডার্বির উত্তাপ ছিল । সেখানেই বাজিমাত মোহনবাগান সুপার জায়ান্টের ।

নির্ধারিত নব্বই মিনিট দু’দল একটি করে গোল করে ৷ মোহনবাগান প্রথমার্ধে সুহেল ভাটের গোলে এগিয়ে যায় । বিরতির পরে মহম্মদ আশিক ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান । এরপর দু’দলই গোল করার চেষ্টা করলেও তা ফলপ্রসু হয়নি । একাধিক সহজ সুযোগ হাতছাড়া করে মোহনবাগান ৷ 78 মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায় লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় বাকি সময় দশ জনে খেলে ইস্টবেঙ্গল ৷ কিন্তু প্রতিপক্ষের এক জন কম হওয়ার অসহায়তার সুযোগ নিতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট ।

বলে লাথি মেরে ম্যাচ শুরু করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (ইটিভি ভারত)

এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে বাজিমাত মোহনবাগান সুপার জায়ান্ট গোলরক্ষকের ৷ নির্ধারিত সময় 1-1 গোলে শেষ হওয়ার পরে টাইব্রেকারে সবুজ-মেরুনের বাজিমাত 3-2 গোলে ৷

নিজামের শহরে নিভল মশাল (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী কাপের আয়োজন লখনউতে জাতীয় অ্যাকাডেমির উদ্বোধন উপলক্ষে ৷ 104 বছরের ইতিহাসে কখনও নবাবের শহরে খেলেনি ইস্টবেঙ্গল ৷ মোহনবাগান শেষ খেলেছিল 69 বছর আগে, 1955 সালে ৷ ফলে এদিন ভারতীয় ফুটবলেন দুই প্রধানকে দেখতে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা ৷ তবে মাঠের যা অবস্থা ছিল তা ভারতীয় ফুটবলের পক্ষে খারাপ বিজ্ঞাপন । বেশ কিছু জায়গায় ঘাস নেই । বল গড়াচ্ছে অসমানভাবে । এইরকম মাঠে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট খেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সামনে । যা আরও বড় খারাপ পরিকাঠামোর ছবি ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details