কলকাতা, 27 এপ্রিল: "সেমিফাইনাল নয়, আমাদের কাছে রবিবারের ম্যাচটা ফাইনাল ৷" আধভাঙা ইংরেজিতে আইএসএল সেমির দ্বিতীয় লেগের আগে দলের মানসিকতা বুঝিয়ে দিলেন মোহনবাগান কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস। প্রথম লেগে ওড়িশা এফসি'র বিরুদ্ধে 1-2 গোলে পরাজিত বাগান। ফলত, রবিবার সন্ধেয় অন্তত দু'গোলের ব্যবধানে জিততে না-পারলে শিল্ড জিতেই সন্তুষ্ট থাকতে হবে সবুজ-মেরুনকে। তাই অঙ্ক কষে ঘরের মাঠে লক্ষ্যে পৌঁছতে চান হাবাস।
কার্ড সমস্যায় রবিবারের ম্যাচে আর্মান্দো সাদিকু নেই। ফলে ওড়িশা এফসি'কে থামাতে ভরসা দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, মনবীর সিং,সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসোরা। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে শনিবার মনবীর বললেন, "রবিবারের জয় আমাদের শুধু আইএসএল ফাইনালে পৌঁছে দেবে না, ত্রিমুকুট জয়ের সামনে দাঁড় করিয়ে দেবে। তাই কোচের নির্দেশ মত নিজেদের নিংড়ে দিতে তৈরি।" তবে রবিবার শুধু জিতলেই হবে না, মাথায় রাখতে হবে ব্যবধান-ও। এক গোলে জিতলে ম্যাচ অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়াতে পারে। কিন্তু প্রচণ্ড গরমে অতিরিক্ত সময়ের ঝক্কি সামলানোর চেয়ে 90 মিনিটে ফয়সালা সেরে ফেলতে চান হাবাস।
ভুবনেশ্বরে প্রথম লেগে হারের জন্য মনবীর, বিশালদের হেডস্যর ছেলেদের আত্মতুষ্টিকেই দায়ী করছেন। স্প্যানিয়ার্ডের কথায়, "লিগ শিল্ড জয়ের পরে ফুটবলাররা মানসিকভাবে আত্মতুষ্ট হয়ে পড়েছিল। তারই প্রভাব পড়েছিল পারফরম্যান্সে। এবার ভুল শুধরে জয়ে ফেরার চেষ্টা আমাদের করতে হবে ৷" কলিঙ্গ রাজ্যে রয় কৃষ্ণাকে থামাতে নাজেহাল হয়েছিল সুপার জায়ান্ট রক্ষণ। রবিবার গত ম্যাচের ভুল শোধরানোর কথাই বারংবার বাগান কোচের গলায় ৷
ব্র্যান্ডন হামিল চোট সারিয়ে একাদশে থাকবেন কি না, তা সময় বলবে। তবে হাবাস জানিয়েছেন, মাত্র দু'দিনের ব্যবধানে কোনও ছক বদলে ফেলা সম্ভব নয়। রয় কৃষ্ণা ভালো ফুটবলার। তবে কোনও ফুটবলারকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ হাবাস সমীহ করছেন প্রতিপক্ষের সকলকে। লাল কার্ডের সমস্যায় ওড়িশা-ও ডিফেন্ডার কার্লোস ডেলগাডোকে পাবে না। তবে পিছিয়ে থাকায় চাপ বেশি মোহনবাগানের। প্র্যাকটিসে আশিক কুরুনিয়ান এসে সতীর্থদের উৎসাহিত করেন। সবমিলিয়ে ষাট হাজার সমর্থকের গর্জনে ওড়িশাকে উড়িয়ে ফাইনালের চোয়ালভাঙা শপথ বাগানের সাজঘরে।
আরও পড়ুন:
- কলিঙ্গে 'কৃষ্ণকাঁটা'য় ছিন্নভিন্ন বাগান, ওড়িশার কাছে 2-1 গোলে হার সবুজ-মেরুনের
- অতিরিক্ত সময়ে 3 গোল, ফতোরদায় মুম্বইয়ের স্বপ্নের প্রত্যাবর্তন