কলকাতা, 12 অক্টোবর: মানসিকভাবে অনেকটা তরতাজা হয়ে ডার্বিতে নামাই লক্ষ্য ৷ পুজোর ক'টাদিন তাই ছুটিতে শহরের বাইরে মোহনবাগানের অধিকাংশ বিদেশি ৷ তালিকায় জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস যেমন রয়েছেন; তেমনই রয়েছেন জেমি ম্যাকলারেন ও টম আলড্রেড ৷ শহরে ছিলেন বাকি দুই বিদেশি নুনো রেইস এবং আলবার্তো রড্রিগেজ। ডার্বির আগে রড্রিগেজকে নিয়ে ফের কিছুটা শঙ্কা বাগান শিবিরে ৷
রিহ্য়াবে আলবার্তো! সোমে ডার্বির মহড়া শুরু বাগানে
শনিতে ডার্বির চূড়ান্ত মহড়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ৷ তবে মোহনবাগানে তা শুরু হতে এখনও দিনদু'য়েক ৷ তার আগে কী খবর সবুজ-মেরুনের অন্দরে ?
Published : Oct 12, 2024, 10:03 PM IST
|Updated : Oct 12, 2024, 10:27 PM IST
মিনি ডার্বিতে জিতে আইএসএলে জয়ের সরণিতে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আসন্ন ডার্বিতেও জয়ের সেই দাপট অব্যাহত রাখাই পাখির চোখ। আর সে কারণেই আলবার্তোকে ফিট করে তুলতে মরিয়া কোচ হোসে মোলিনা ৷ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ভালো খেললেও স্প্য়ানিশ ডিফেন্ডার একশো শতাংশ ফিট নন। তাই পুজোর চারদিন পুরো দলকে ছুটি দিলেও হেডস্যরের নির্দেশে রিহ্য়াব করেন আলবার্তো, সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান ৷ ডার্বিতে সাহালের খেলা নিয়ে সংশয় থাকলেও বাকি দু'জনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোলিনা ৷ সোমবার থেকে বড় ম্য়াচের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ৷ এর মধ্যে প্রথম দু'দিন যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে প্রাকটিস হলেও 16 অক্টোবর থেকে বাগান নিজেদের মাঠেই অনুশীলন করবে ৷
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ে ট্র্যাক্টর এসসি ম্যাচ ইরানে খেলতে না-যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের নাম প্রত্যাহার হয়েছে ৷ কিন্তু এএফসি'র এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকরা ৷ ইরানে অশান্তির বাতাবরণে সম্প্রতি ইরান এবং কাতারের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ স্থানান্তরিত হয়েছে ৷ ফলে কোন যুক্তিতে মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে বাইরে করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন সবমহলে ৷ পুরো বিষয়টি নিয়ে আইনি মতামত-সহ একটি চিঠি এএফসি'কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ৷ তারপর দেখার সাম্প্রতিক ঘটনার পরিপ্রক্ষিতে এএফসি পুনরায় মোহনবাগানকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করে কি না ৷