পশ্চিমবঙ্গ

west bengal

সভাপতির অনুপস্থিতিতে বাগানের বার্ষিক সভায় দাবি উঠল ক্লাবে ট্রফি রাখার

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 6:44 PM IST

Mohun Bagan Super Giant: ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভ্যদের কাছ থেকে ক্লাব কর্তাদের কাছে প্রস্তাব আসে, ভবিষ্যতে ক্লাব ট্রফি জিতলে সেই ট্রফি যেন সবুজ-মেরুন তাঁবুতে আরও বেশিদিন রাখার ব্যবস্থা করা হয়। সভায় উপস্থিত ক্লাব সচিব দেবাশিস দত্ত তাঁদের আশ্বাস দিয়ে জানান, এই বিষয়ে লিখিত আকারে সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি দিচ্ছেন তাঁরা।

সভাপতির অনুপস্থিতিতে বার্ষিক সভা মোহনবাগানের
Mohun Bagan Super Giant

কলকাতা, 18 ফেব্রুয়ারি: মোহনবাগান সুপার জায়ান্ট ট্রফি জিতলে তা আরপিএসজি ভবনের পাশাপাশি ক্লাব তাঁবুতে কিছুদিনের জন্য রাখা হোক। সেই ব্যাপারে মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সরব হলেন সদস্যরা। সদসস্যদের দাবি মেনে সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি দিচ্ছে মোহনবাগান। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভ্যদের কাছ থেকে ক্লাব কর্তাদের কাছে প্রস্তাব আসে, ভবিষ্যতে ক্লাব ট্রফি জিতলে সেই ট্রফি যেন সবুজ-মেরুন তাঁবুতে আরও বেশিদিন রাখার ব্যবস্থা করা হয়।

আইএসএল জিতেও ক্লাব তাঁবুতে বেশিদিন ট্রফি দেখা যায়নি বলেও কেউ কেউ আক্ষেপ করেন শনিবারের সভায়। এমনকী ডুরান্ড কাপ জয়ের পরেও তা দেখার সুযোগ মেলেনি সেভাবে। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সমিতির সদস্যরা। অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সভাপতি টুটু বসু। সভাপতি ছাড়া বার্ষিক সভা আয়োজিত হচ্ছে দেখে অনেকেই বিস্মিত হন। কিন্তু সচিব দেবাশিস দত্ত সভাপতির অনুপস্থিতির কারণ তুলে ধরেন। ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, "সভ্যদের একটা দাবি রয়েছে, কোনও প্রতিযোগিতা জিতলে যে ট্রফিটা পাব সেই ট্রফিটা যেন আমাদের টেন্টেই থাকে ৷"

তিনি আরও বলেন, "আইএসএল ট্রফিটার প্রসঙ্গও এসেছে। আমি ওনাদের এই আবেগের বিষয়টা মিস্টার গোয়েঙ্কাকে জানাব। শুধু আইএসএল ট্রফি নয়, যে কোনও ট্রফি জিতি সেই ট্রফি অন্তত কিছুদিনের জন্য যাতে রাখা যায়। আশা করি উনি বুঝবেন।" একইসঙ্গে জানানো হয়, শীঘ্রই বাজারে আসতে চলেছে মোহনবাগান ক্লাবের নিজস্ব অ্যাপ। সচিব আরও বলেন, "মোহনবাগান অ্যাপ নিয়ে কাজ চলছে। শীঘ্রই তা বাজারে আসবে।" সভ্যদের সামনে তুলে ধরা হয় সংগ্রহশালার বিষয়টি। খুব শীঘ্রই সংগ্রহশালার কাজটিও শুরু করতে চায় মোহনবাগান।"

আরও পড়ুন:

  1. নর্থ-ইস্টকে চার গোল, জয়ের হ্যাটট্রিক সেরে দু'য়ে সবুজ-মেরুন
  2. ছন্নছাড়া ফুটবল, নিজামের শহরে ক্লেইটনের গোলে মানরক্ষা লাল-হলুদের
  3. আইএসএল সূচিতে বৈষম্যের অভিযোগ সরব মোহনবাগান কোচ

ABOUT THE AUTHOR

...view details