কলকাতা, 18 ফেব্রুয়ারি: মোহনবাগান সুপার জায়ান্ট ট্রফি জিতলে তা আরপিএসজি ভবনের পাশাপাশি ক্লাব তাঁবুতে কিছুদিনের জন্য রাখা হোক। সেই ব্যাপারে মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সরব হলেন সদস্যরা। সদসস্যদের দাবি মেনে সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি দিচ্ছে মোহনবাগান। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভ্যদের কাছ থেকে ক্লাব কর্তাদের কাছে প্রস্তাব আসে, ভবিষ্যতে ক্লাব ট্রফি জিতলে সেই ট্রফি যেন সবুজ-মেরুন তাঁবুতে আরও বেশিদিন রাখার ব্যবস্থা করা হয়।
আইএসএল জিতেও ক্লাব তাঁবুতে বেশিদিন ট্রফি দেখা যায়নি বলেও কেউ কেউ আক্ষেপ করেন শনিবারের সভায়। এমনকী ডুরান্ড কাপ জয়ের পরেও তা দেখার সুযোগ মেলেনি সেভাবে। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সমিতির সদস্যরা। অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সভাপতি টুটু বসু। সভাপতি ছাড়া বার্ষিক সভা আয়োজিত হচ্ছে দেখে অনেকেই বিস্মিত হন। কিন্তু সচিব দেবাশিস দত্ত সভাপতির অনুপস্থিতির কারণ তুলে ধরেন। ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, "সভ্যদের একটা দাবি রয়েছে, কোনও প্রতিযোগিতা জিতলে যে ট্রফিটা পাব সেই ট্রফিটা যেন আমাদের টেন্টেই থাকে ৷"