পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলিঙ্গভূমে জয়হীন বাগান ! ইতিহাস বদলানো হল না সবুজ-মেরুনের - MOHUN BAGAN IN ISL 2024 25

ওড়িশা ম্যাচের শুরুতেই নড়ে গিয়েছিল বাগান রক্ষণ ৷ শর্ট ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন হুগো বুমোস ৷ দলকে সমতায় ফেরান মনবীর সিং ৷

Mohun Bagan vs Odisha FC
কলিঙ্গভূমে জয়হীন বাগান ! (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 9:31 PM IST

Updated : Nov 10, 2024, 9:38 PM IST

ভুবনেশ্বর, 10 নভেম্বর: ইতিহাস বলছে, কলিঙ্গ স্টেডিয়ামে জয় পায়নি মোহনবাগান ৷ রবিবারও সেই ইতিহাস বদলানো হল না সবুজ-মেরুনের ৷ একের পর এক আক্রমণেও বিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরা ৷ ফলস্বরূপ 1-1 গোলে ম্যাচ ড্র করেই জগন্নাথধাম ছাড়ছে গঙ্গাপাড়ের ক্লাব ৷

আইএসএলে নজির । বক্সের ভেতর ইন-ডাইরেক্ট ফ্রি-কিক থেকে গোলের নজির নেই । রবিবাসরীয় কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যচে সেটাই ঘটল । চার মিনিটে আশিস রাই বক্সের মধ্যে বল বিপদমুক্ত করতে গিয়ে তা গোলরক্ষক বিশাল কাইথকে ব্যাকপাস করেন । স্বাভাবিকভাবেই রেফারি বক্সের মধ্যে ইন-ডাইরেক্ট ফ্রি-কিকের নির্দেশ দেন । ফ্রি-কিকটি আহমেদ জাহু হুগো বুমোসকে বাড়িয়ে দিলে জোরালো শটে বল জালে জড়ান বাগান প্রাক্তনী । 4 মিনিটেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ম্যাচে ফেরে মোহনবাগান ৷ 36 মিনিটে সমতায় ফেরে দল ৷ বার্থ-ডে বয় দিমিত্রি পেত্রাতোসের বাঁক খাওয়ানো সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান মনবীর সিং ।

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির দ্বৈরথ । হোসে মোলিনা বনাম সের্জিও লোবেরার ফুটবল বুদ্ধির লড়াই শেষ হল 1-1 গোলে । স্কোর বোর্ড ম্যাচ ড্র বললেও রবিবার সন্ধ্যার এই ম্যাচ আক্রমণ-প্রতিআক্রমণে আইএসএলে সেরা বিজ্ঞাপনী নব্বই মিনিট । দু’দলের একাধিক প্লে-মেকারের উপস্থিতিতে ম্যাচটি প্রথম থেকেই উপভোগ্য । তবে দাপটের বিচারে অল্প হলেও এগিয়ে সবুজ-মেরুন ।

চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট । স্কটল্যান্ডে ফিরে গিয়েছেন । তার বদলে শুরু থেকে নেমে সবুজ-মেরুন আক্রমণকে নেতৃত্ব দিলেন পেত্রাতোস । গোলের কর্নারে বল সাজানো থেকে অন্তত দু’বার গোলের মুখ খুলে ফেলেছিলেন । যা ব্যর্থ হয় অমরজিৎ সিংয়ের দুরন্ত গোলরক্ষায় । তবে জেমি ম্যাকলারেন এই ম্যাচে ব্যর্থ । ওড়িশা রক্ষণের ছায়ায় নিষ্প্রভ থাকলেন ।

ঘরের মাঠে ওড়িশা শক্তিশালী প্রতিপক্ষ । 4 মিনিটের মাথাতেই এগিয়ে যাওয়ার পরে মনে হয়েছিল ওড়িশাই ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠবে । রয় কৃষ্ণও সবুজ-মেরুন রক্ষণের কড়া পাহারায় অস্বস্তি বাড়িয়েছেন । কিন্তু গোলের মুখ খুলতে পারেননি বিশাল কাইথের দুরন্ত গোলরক্ষার কারণে । সের্জিও লোবেরোর দলে আহমেদ জাহু এখনও অনবদ্য । রক্ষণে মূর্তাদা ফল ফল চিনের প্রাচীর । সবুজ-মেরুন আক্রমণের ঝড়েও তিনি অনবদ্য ।

আরও পড়ুন

Last Updated : Nov 10, 2024, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details