কলকাতা, 6 ডিসেম্বর: কার্ড সমস্যায় শুভাশিস বসু এবং আলবার্তো রড্রিগেজকে পাবে না মোহনবাগান সুপার জায়ান্ট । রক্ষণের বোঝাপড়ায় এই দুই ডিফেন্ডারের অনুপস্থিতি এখন কোচ হোসে মোলিনার চিন্তার কারণ । ফলে রবিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে খানিক ব্যাকফুটে মোহনবাগান ।
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলের কাছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ । তবে তার আগে রক্ষণে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের না-থাকা চিন্তায় ফেলে দিয়েছে হোসে মোলিনাকে । অবস্থা সামাল দিতে কি ন্যুনো রেইস আইএসএলের জন্য নথিভুক্ত করা হবে ? কিন্তু মোলিনা কি সেই পথে হাঁটবেন ? কারণ নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের পরেই কার্ড সমস্যা কাটিয়ে আলবার্তো এবং শুভাশিস ফিরে আসবেন ।
সূত্রের খবর, ছক বদলে পাহাড়ে পয়েন্টের খোঁজে যেতে পারেন মোলিনা । সেক্ষেত্রে 3-4-2-1 ছকে যেতে পারে সবুজ-মেরুনকে । আলবার্তো না থাকায় পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেনকে একসঙ্গে ব্যবহারে অসুবিধা নেই । আক্রমণের ঝড় তুলে পয়েন্টের খোঁজে যেতে পারেন মোলিনা। নর্থইস্ট চলতি আইএসএলে যেমন সবচেয়ে বেশি গোল করেছে, তেমনই গোল হজমও করেছে । প্রতিপক্ষ রক্ষণের দুর্বলতাকে কাজে লাগানোর পথে হাঁটতে পারেন মোলিনা ।