পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শনিবারের মহারণে মোহনবাগান-মহমেডান ! কোথায় দেখবেন ‘মিনি ডার্বি’ ? - ISL Live Streaming - ISL LIVE STREAMING

শনিবারের সল্টলেকে আইএসএল মিনি ডার্বি ৷ কোথায় দেখবেন মোহনবাগান-মহমেডান ম্যাচ ? জেনে নিন ৷

Mohun Bagan Super Giant Vs Mohammedan SC
শনিবারের মহারণে মোহনবাগান-মহমেডান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Oct 4, 2024, 8:24 AM IST

Updated : Oct 4, 2024, 8:31 AM IST

কলকাতা, 4 অক্টোবর: আইএসএলে শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ মহমেডান ম্যাচ থেকেই ট্র্যাকে ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট ৷ একাধিক প্রতিকূলতার মধ্যে সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর হোসে মোলিনা ৷ অন্যদিকে, মোহনবাগানকে হারিয়ে অভিষেক আইএসএলে প্রথম ডার্বি স্মরণীয় করে রাখতে চান সাদা-কালোদের কোচ আন্দ্রে চেরিনেশভ ৷

শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ । সাদা-কালো শিবির তাদের প্রথম তিনটি ম্যাচে হার, ড্র এবং জয় দিয়ে আইএসএল দৌড় শুরু করেছে । মোহনবাগান সুপার জায়ান্ট সেখানে ড্র, জয় এবং হার দিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে । সাদা-কালো শিবিরের খেলায় যখন চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা, তখন সবুজ-মেরুনের পারফরম্যান্সে ধারাবাহিকতার ওঠানামা । এবার মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই হোসে মোলিনা সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছেন ।

কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, বিদেশিদের মধ্যে বোঝাপড়া বাড়লে ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ যদিও শেষ কয়েকটি ম্যাচে সবুজ-মেরুনের খেলা হতাশ করেছে সমর্থকদের ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্ল্যাক প্যান্থারদের হারিয়ে ট্র্যাকে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে কলকাতার তৃতীয় প্রধান ? কোথায় দেখা যাবে মোহনবাগান-মহমেডান ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান এসসি ম্যাচের সময়:

শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD BanglaColors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

Last Updated : Oct 4, 2024, 8:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details