কলকাতা, 4 অক্টোবর: আইএসএলে শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ মহমেডান ম্যাচ থেকেই ট্র্যাকে ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট ৷ একাধিক প্রতিকূলতার মধ্যে সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন হেডস্যর হোসে মোলিনা ৷ অন্যদিকে, মোহনবাগানকে হারিয়ে অভিষেক আইএসএলে প্রথম ডার্বি স্মরণীয় করে রাখতে চান সাদা-কালোদের কোচ আন্দ্রে চেরিনেশভ ৷
শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ । সাদা-কালো শিবির তাদের প্রথম তিনটি ম্যাচে হার, ড্র এবং জয় দিয়ে আইএসএল দৌড় শুরু করেছে । মোহনবাগান সুপার জায়ান্ট সেখানে ড্র, জয় এবং হার দিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে । সাদা-কালো শিবিরের খেলায় যখন চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা, তখন সবুজ-মেরুনের পারফরম্যান্সে ধারাবাহিকতার ওঠানামা । এবার মিনি ডার্বি শুধু জয়ের রাস্তায় ফেরার লড়াই নয়, সম্মান রক্ষারও বটে । তাই হোসে মোলিনা সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছেন ।