কলকাতা, 27 জানুয়ারি: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ কঠিন হয়ে যেতে পারে লিগ-শিল্ড ঘরে তোলার রাস্তাও ৷ ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।
শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ৷ দু’টো ম্যাচেই মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । এই অবস্থায় সুনীল ছেত্রী সমৃদ্ধ বেঙ্গালুরু আক্রমণভাগ চিন্তার কারণ হতে পারে । কার্ড সমস্যায় আশিস রাই নেই । বদলে দীপেন্দু বিশ্বাসের খেলার কথা । যেহেতু ডাগ-আউটে একাধিক যোগ্য বিকল্প, তাই কার্ড বা চোট সমস্যা নিয়ে চিন্তিত নন মোলিনা । অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস করলেও সোমবারের ম্যাচে তাঁর নামার সম্ভাবনা কম । তবে বিশাল কাইথকে যেকোনও মূল্যে নামাতে চাইছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক । শনিবার মাঠের ধারে ফিজিও কাছে থাকলেও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাগানের শেষ প্রহরীকে ।