কলকাতা, 5 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অনিশ্চয়তা কাটছে মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) । আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি রবিবার থেকে শুরু করেছে সবুজ-মেরুন । রবিবার প্র্যাকটিসে না-এলেও সোমবার যোগ দেন স্কটিশ ফুটবলারটি । উরুর পেশির চোটে ভুগছেন । চোটের জায়গা এমআরআই হয়েছে । রিপোর্টে দেখা গিয়েছে আশঙ্কার কিছু নেই । ফলে রিহ্যাব করেছেন । মঙ্গলবার যদি পায়ের পেশিতে ব্যথা না-থাকে তাহলে বল নিয়ে নেমে পড়বেন । নচেৎ বুধবার থেকে গ্রেগ স্টুয়ার্টকে প্র্যাকটিসে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ।
সোমবারের প্র্যাকটিসে অনুপস্থিত ছিলেন আশিস রাই । সন্তানের অসুস্থতার কারণে আসেননি । তবে গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাওয়ার জোরালো আশা দেখা দিতেই স্বস্তি মোহনবাগানে । রবিবার ওড়িশা এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ । এই ম্যাচ জিততে পারলে শীর্ষে চলে যাওয়ার সুযোগ থাকছে সবুজ-মেরুনের কাছে । ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে রাশ আলগা করতে নারাজ তিনি । প্র্যাকটিসে ফিজিক্যাল কন্ডিশনিংয়ের পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিস, সেটপিস এবং দু’দলে ভাগ করে খেলা, সবই চলছে । পুরো দল ছন্দে রয়েছে । এই অবস্থায় ওড়িশা এফসিকে হারিয়ে শীর্ষে ওঠাই পাখির চোখ সবুজ-মেরুনের ।
ন্যুনো রেইসকে ছাড়তে পারে বাগান