কলকাতা, 8 জানুয়ারি: প্রত্যাশা মতোই 11 জানুয়ারি ডার্বি হচ্ছে । সল্টলেক নয়, তা হচ্ছে গুয়াহাটি স্টেডিয়ামে । আয়োজনের যাবতীয় অনুমতি হাতে আসার পরে তা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে । ফলে জল্পনার যে হালকা মেঘ ডার্বির আকাশে ছিল, তা দূর হয়েছে । মোহনবাগান সুপার জায়ান্ট ফিরতি ডার্বির আয়োজক । ফলে তৎপরতা এবং দায় তাদেরই বেশি । ফলে অনিশ্চয়তার মেঘ কাটতেই ব্যস্ততা শুরু গঙ্গাপাড়ে ।
আয়োজন পর্বের অনিশ্চয়তা মেঘ কেটে তা এখন মোহনবাগান সুপার জায়ান্টের সাজঘরের আকাশ । সোমবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু করেছে সবুজ-মেরুন । সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে গত দু’দিন ধরে অনুলীলন করাচ্ছিলেন হোসে মোলিনা । সাধারণত বিকেলে অনুশীলন হলেও বুধবার তা ছিল সকালে । কারণ প্র্যাকটিসের দু’টো মাঠই বিকেলে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংয়ের জন্য বরাদ্দ ।
ডার্বি থেকে ছিটকে গেলেন তারকা; বড় ধাক্কা মোহনবাগানের (ইটিভি ভারত)
সকালে প্র্যাকটিস করতে নেমেই চোটের ধাক্কা মোহনবাগানে । হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠেই ছটফট করতে থাকেন অনিরুদ্ধ থাপা । প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট পেয়ে ছিটকে যাওয়ার অর্থ মোলিনার ডার্বির নীল নকশায় বড়সড় ধাক্কা ।
মোহনবাগানের তরফে বলা হচ্ছে, ডাক্তারি পরীক্ষার পরে চোটের গভীরতা বোঝা যাবে । প্রাথমিকভাবে মনে হচ্ছে, ডার্বি থেকে সম্ভবত ছিটকে গেলেন অনিরুদ্ধ থাপা । তিনি মাঠ ছাড়ার পর তাঁর জায়গায় সাহাল আব্দুল সামাদকে খেলতে দেখা গেল । ডার্বির একাদশে ফিরছেন মনবীর সিংও । চোট সারিয়ে ফিরলেও প্র্যাকটিসে প্রথম একাদশে দেখা গেল না গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোসকে । দু’জনেই পরিবর্ত দলের হয়ে অনুশীলন করলেন । প্রথম একাদশে ম্যাকলারেন-কামিংস জুটি প্র্যাকটিস করলেন । মেগা ম্যাচের এখনও বাহাত্তর ঘণ্টা বাকি । এই অবস্থায় দল নিয়ে অনেক পারমুটেশন-কম্বিনেশন চলবে । তবে মোলিনার বড় ধাক্কা অনিরুদ্ধ থাপার চোট ।