কলকাতা, 23 ফেব্রুয়ারি: আক্রমণ, রক্ষণের ভারসাম্যেই দল পয়েন্ট টেবিলের মগডালে । তাই কোনও একটি বিশেষ বিভাগের কৃতিত্বকে সামনে মেলে ধরতে রাজি নন হোসে মোলিনা । আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট । 49 পয়েন্টে দাঁড়িয়ে মেরিনার্সরা । রবিবার সন্ধ্যায় তিন পয়েন্ট কাঙ্খিত লিগ শিল্ড ঘরে নিয়ে আসবে । ট্রফির খুব কাছে দাঁড়িয়েও সবুজ-মেরুন চাণক্য নির্বিকার ।
ভাবলেশহীন মুখে ওড়িশা এফসি ম্যাচের আগেও তাঁর উত্তর, “আমাদের লক্ষ্য শুধুই ওড়িশা ম্যাচ । ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াকে গুরুত্ব দিচ্ছি, বাড়তি কিছু নয় ৷” শনিবার সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এফসি গোয়া পয়েন্ট নষ্ট করলে মোহনবাগানের হাতে ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগেই লিগ শিল্ড জয়ের ট্রফি উঠত । যদিও তা হয়নি, গৌররা কেরালা বধ করায় অপেক্ষা বেড়েছে বাগানের ৷ ফলে রবিবাসরীয় সন্ধ্যা সবুজ-মেরুনের কাছে বিশেষ তো বটেই । মোলিনা বলছেন, “কোনও বাড়তি আবেগের জায়গা নেই । সবাই ম্যাচটির গুরুত্ব জানে । ম্যাচটি যদি জিততে পারি, তাহলে শিল্ড জিতব । সেরা মুহূর্ত হবে সেটা । আমি দল নিয়ে আত্মবিশ্বাসী । নব্বই মিনিট আমাদের সেরা লড়াইটা লড়তে হবে । দলের ওপর আমার বিশ্বাস রয়েছে ৷ প্রতিপক্ষ ওড়িশাকে আমি চিনি । নব্বই মিনিট লড়াইটা কঠিন হবে আমি জানি ।”