কলকাতা, 29 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্ট ও জেসন কামিংস ৷ দুই অজি তারকার যুগলবন্দিতে যুবভারতীতে এগিয়ে গেল মোহনবাগান ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় তুলে নিয়ে মগডালে বসল সবুজ-মেরুন ৷
দুই কোচের ফুটবল বুদ্ধির লড়াই । সেখানে চেন্নাই এফসিকে টেক্কা দিল মোহনবাগান । কিন্তু মোহনবাগানকে থামাতে চেন্নাইয়িন চেষ্টার খামতি রাখেনি । দুই কোচই পরস্পরকে মেপে নিতে চেয়েছিলেন । সবুজ-মেরুনের প্রান্তিক দৌড় কার্যত থামিয়ে দিয়েছিল চেন্নাই । কিন্তু জেমি ম্যাকলারেন-পেত্রাতোস জুটিতে কাজ না-হওয়ায় মোলিনা স্টুয়ার্ট এবং জেসন কামিংসকে নামালেন । স্কটিশ এবং অজি যোগে চেন্নাইয়িনের মজবুত রক্ষণে ফাটল ধরল ।
86 মিনিটে স্টুয়ার্টের পাস থেকে জয় সূচক গোল কামিংসের । চোট সারিয়ে মাঠে ফিরে প্রতিপক্ষের যাবতীয় রক্ষণ দৃঢ়তাকে হেলায় ভাঙলেন । ইদানিং প্রথম একাদশে সুযোগ হয় না ৷ বদলি হিসেবে নামলেও তেকাঠির ঠিকানা চেনেন অজি বিশ্বকাপার ৷ মাঠে নামলে তাঁর নামের পাশে গোল না দেখাটাই আশ্চর্যের ৷ একটি গোল করালেন এবং ভাগ্য ভালো থাকলে গোলও পেতেন গ্রেগ । দু’বার বার এবং পোস্ট স্টুয়ার্টের গোল করার পথে বাধা হয়ে দাঁড়ায় । দশ মিনিটের কম সময় মাঠে ছিলেন । স্কিলের ঝড় তুলে চেন্নাইয়িনের পয়েন্ট পাওয়ার আশায় জল ঢাললেন । ম্যাচের সেরাও তিনি ৷