পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আমি হলে পদত্যাগ করতাম', রেফারিং বিতর্কে লাল-হলুদকে খোঁচা দেবাশিসের - DEBASHIS DUTTA

মাধ্যমিকে অকৃতকার্য ছাত্র উচ্চমাধ্যমিকে বসলে যে অবস্থা হয়, ইস্টবেঙ্গলেরও একই অবস্থা ৷ লাল-হলুদ কর্মকর্তাদের কটাক্ষ করে মত বাগান সচিবের ৷

DEBASHIS DUTTA SLAMS EB OFFICIALS
মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jan 16, 2025, 6:29 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: আইএসএল রেফারিদের হেডস্যর ট্রেভর কেটেল বিতর্কিত হ্যান্ডবল ইস্যুতে তাঁর মতামত জানিয়ে দিয়েছেন ৷ কিন্তু তা সত্ত্বেও ফিরতি আইএসএল ডার্বিতে রেফারিং নিয়ে তরজা চলছেই ৷ বক্সে মোহনবাগান ডিফেন্ডারের হ্যান্ডবল সত্ত্বেও পেনাল্টি না-মেলায় হাল খুঁজতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের শরণাপন্ন হতে চলেছে ইস্টবেঙ্গল শিবির ৷ সেই বিষয়টিকেই কটাক্ষ মোহনবাগানের। রেফারিং বিতর্কে সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত পড়শি ক্লাবের লিগ টেবিলের অবস্থানকে খোঁচা দিয়ে জানালেন, ইস্টবেঙ্গলের অবস্থা মাধ্যমিক ফেল ছাত্রের মত ৷

দেবাশিস দত্ত বলেন, "মোহনবাগান আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলতে এসেছে। মহামেডান স্পোর্টিংও তাই। বাকি ফ্র্যাঞ্চাইজি দলগুলো আইএসএলের শুরুর দিন থেকে রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল কোনওদিন আইলিগ জিততে পারেনি। ওরা আসলে মাধ্যমিক ফেল ৷ ক্ষমতার বলে উচ্চমাধ্যমিকে চলে এসেছে। ফলে সমস্যায় পড়ছে এবং প্রত্যাশিতভাবেই অকৃতকার্য হচ্ছে।"

দেবাশিস দত্ত'র বক্তব্য (ETV Bharat)

আইএসএলে চারবছরের ইতিহাসে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল 10টি ডার্বির মধ্যে ন'টিতে পরাজিত লাল-হলুদ। টানা পরাজয়ের ধাক্কায় ইস্টবেঙ্গল কর্তাদের বড় বড় কথা না-বলে পদত্যাগ করা উচিত বলে মনে করেন মোহনবাগান সচিব। মোহনবাগান এই পরিস্থিতিতে পড়লে তিনি পদত্যাগ করতেন বলেই জানিয়েছেন দেবাশিস দত্ত।

ইস্টবেঙ্গলের আইএসএলে টানা হারের প্রসঙ্গে ডাউন মেমোরি লেনে হেঁটেছেন মোহনবাগান সচিব। 1970-75 সাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান কোনও বড় ম্যাচ জিততে পারেনি। সেই ঘটনা প্রসঙ্গে দেবাশিস দত্ত জানান, সেই সময় কোনও একটি দল বন্দুক ঠেকিয়ে ফুটবলার দলে নিত। ক্ষমতার আস্ফালন ছিল। পরবর্তী সময়ে আর্থিক ক্ষমতায় বলীয়ান হয়ে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন দেবাশিস দত্ত।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details