ভুবনেশ্বর, 23 এপ্রিল: 'কৃষ্ণকাঁটা'য় ছিন্নভিন্ন বাগান। কলিঙ্গে জিতল ঘরেরে ছেলেরা ৷ আইএসএল প্লে-অফের প্রথম সেমিফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত হল মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশার এফসির গোলদাতা কার্লেস দেলগার্ডো এবং রয় কৃষ্ণ। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল করেন মনবীর সিং। আইএসএল ফাইনালে পৌঁছনোর দৌড়ে দুই দলের মরিয়া লড়াই মঙ্গলবার সন্ধ্যায় বেশ উপভোগ্য হয়ে উঠেছিল । প্রতিদ্বন্দিতা, ছাপিয়ে যাওয়ার লড়াই, দু'-দুটো লাল কার্ড, সব মিলিয়ে ভুবনেশ্বরে ভারতীয় ফুটবলের সেরা দ্বৈরথ দেখল হাজার হাজার দর্শক।
মোহনবাগানের সাদিকু এবং ওড়িশার দেলগার্ডো লাল কার্ড দেখলেন। ফলে দু'টো দলকেই শেষ 20 মিনিট দশজনে খেলতে হয়। প্রতিদ্বন্দিতার দৌড়ে ছিলেন রয় কৃষ্ণ। প্রাক্তন গুরু আন্তেনিও লোপেজ হাবাসকে প্রতিপক্ষ জার্সিতে গুরুদক্ষিণা দিলেন তিনি আর বর্তমান দল ওড়িশার সামনে রাখলেন অধরা স্বপ্ন পূরনের আশা। সেইসঙ্গে চেনা মোহনবাগানকে এদিন বাইরের মাঠে দেখা যায়নি। তাদের খেলায় অজস্র মিস পাস হয়েছে। তারা গত জয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। যে কারণে খেলা থেকে বারবার হারিয়ে গিয়েছে। কাউকো, কিংবা দিমিত্রি পেত্রাতোসরা গোল লক্ষ্য করে শট নিলেও সেই আক্রমণ একেবারেই বিক্ষিপ্ত হয়েছে।