কল্যাণী, 11 অগস্ট: জিতলেই সুযোগ ছিল প্রথম চারে ঢুকে পড়ার ৷ কিন্তু রবিবাসরীয় কল্যাণীতে কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে 2-1 গোলে হেরে বসল মোহনবাগান সুপার জায়ান্ট। জর্জের হয়ে জোড়া গোল অমিত এক্কার। পেনাল্টি থেকে মোহনবাগানের একমাত্র গোল সেরটোর। এই হারের ফলে সবুজ-মেরুন ব্রিগেডের সুপার সিক্সে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে গেল বৈকি। অন্যদিকে সুযোগ বেঁচে রইল জর্জ টেলিগ্রাফের সামনে।
গত দু'ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর মনে হয়েছিল মোহনবাগান বুঝি কল্যাণীতে জর্জ টেলিগ্রাফকে ধরাশায়ী করবে। কিন্তু এদিন শুরু থেকেই ব্রিগেড রবিবার প্রথম থেকেই ব্যাকফুটে। প্রথম 20 মিনিট প্রতিপক্ষের প্রেসিং ফুটবলের সামনে দাঁড়াতেই পারেননি সালাউদ্দিন, ফারদিন আলি মোল্লা, টাইসন সিংরা ৷ 29 মিনিটে পেনাল্টি থেকে বাগানের এগিয়ে যাওয়া ছিল খেলার গতির বিরুদ্ধে। গোলের ধাক্কা সরিয়ে ম্যাচে ফিরতে সময় লাগে জর্জের। এই সময় বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে সবুজ-মেরুন। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি কার্ডোজার ছেলেরা ৷