কলকাতা, 2 সেপ্টেম্বর: প্রিয় ক্লাবকে আইএসএল ট্রফি দিয়েও গতবছর ছাড়তে হয়েছিল ক্লাব ৷ প্রীতম কোটালকে সোয়্যাপ করে মাঝমাঠে সাহাল আব্দুল সামাদকে দলে ভিড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তাঁর বহিঃপ্রকাশও ঘটেছিল প্রীতম কোটালের তরফে ৷ 'ঘরের ছেলে'কে ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ায় নাক সিঁটকেছিলেন অনুরাগীরাও ৷ সেই প্রীতম কোটালের বাগানে ফেরার সম্ভাবনা জোরালো ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ার পরও ৷
এমনিতেই সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোয় প্রীতমকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল বাগান থিঙ্ক-ট্যাঙ্ক ৷ কিন্তু কোনও কারণে তা সফল হয়নি ৷ তবে ডুরান্ডে বাগান রক্ষণের ব্য়র্থতা ফের একবার সবুজ-মেরুনকে ভাবতে বাধ্য করিয়েছে বাঙালি ডিফেন্ডারের কথা ভাবতে ৷ আনোয়ার আলির পরিবর্ত হিসেবে তাই সোয়্যাপ ডিলে প্রীতমকে ফেরানোর চিন্তা চলছে বাগানে ৷ ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার পরও তাই দলবদলে চোখ সবুজ-মেরুন অনুরাগীদের ৷
দলবদলের বাজারে জল্পনা প্রীতমকে পেতে দীপক টাংরির সঙ্গে সোয়্য়াপ ডিলে যেতে পারে বাগান ৷ কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর কীভাবে সম্ভব এই ডিল? শোনা যাচ্ছে, এক্ষেত্রে দীপক টাংরির সঙ্গে সুপার জায়ান্ট যেমন চুক্তি ভঙ্গ করছে, তেমনই কোটালের সঙ্গেও চুক্তি ভাঙছে ব্লাস্টার্স ৷ যদিও প্রীতমের বাগানে ফেরার খবরে কোনও সরকারি সিলমোহর এখনও নেই। আইএসএল জয়ী অধিনায়ককে ধারাবাহিক ভালো খেলার পরও ছেড়ে দিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। তাছাড়া প্রীতমের সবুজ-মেরুন প্রীতি তা সর্বজনবিদিত। তাই তাঁর প্রত্যাবর্তন যদি বাস্তবায়ন হয় তাহলে বাঙালি ডিফেন্ডারের যোগদানে হোসে মোলিনার রক্ষণের শক্তি বাড়বে নিঃসন্দেহে। তবে বিষয়টিতে সিলমোহর পড়ে কি না, জানার জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে লগ্নিকারী সমস্যা মিটল হায়দরাবাদ এফসি'র। এদিন সরকারি ভাবে হায়দরাবাদের লগ্নিকারী সংস্থা হিসেবে যুক্ত হল বিসি জিন্দাল গ্রুপ। গত মরশুমে লগ্নিকারী সংস্থার অর্থাভাবের কারণে হায়দরাবাদ এফসি সমস্যায় পড়েছিল। বেতন সমস্য়ার কারণে ফুটবলাররা অভিযোগ জানানোয় নতুন মরশুমে দলবদলের বাজারে তারা নয়া ফুটবলার নিতে পারেনি। তবে আইএসএলে বল গড়ানোর ঠিক আগে ফের ঘুরে দাঁড়ানোর কাঁধ পেল প্রাক্তন চ্য়াম্পিয়নরা ৷