বেঙ্গালুরু, 11 এপ্রিল: পোষ্য নিয়ে মাঠে নামছেন ফুটবলাররা । কান্তিরাভায় ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে এমনই অভিনব দৃশ্য দেখা গেল । ভারতীয় ফুটবলে এই ঘটনা প্রথম । গোল্ডেন রিট্রিভার-ল্যাব্রাডার থেকে শুরু করে আরও অনেক প্রজাতির কুকুর নিয়ে সার বেঁধে মাঠে নামলেন সুনীল ছেত্রী-দিমিত্রি পেত্রাতোস-শুভাশিস বসু-জাভি হার্নান্দেজরা ।
কুকুর নিয়ে মাঠে প্রবেশ কেন ? খোঁজ নিয়ে জানা গেল, জাতীয় পোষ্য দিবস উপলক্ষ্যেই কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান ম্যাচের আগে সারমেয়দের নিয়ে মাঠে নেমেছেন সুনীল ছেত্রী, শুভাশিস বসুরা । আর্ন্তজাতিক কুকুর দিবস 26 অগস্ট । কুকুর এবং অন্যান্য পোষ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি হয়েছে । অনেক সেলিব্রেটিই একাধিক পোষ্য ঘরে রাখেন । তা নিয়ে তাঁদের আবেগ যথেষ্ট । এখন সাধারণ মানুষের মধ্যেও পোষ্য, বিশেষ করে কুকুর পোষার ব্যাপারে আগ্রহ ও উৎসাহ বাড়ছে ।