কলকাতা, 21 ডিসেম্বর: সাড়া জাগিয়ে শুরু ৷ কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে আইএসএলে যেন কাগুজে বাঘ আইলিগ চ্য়াম্পিয়ন মহামেডান স্পোর্টিং ৷ শেষ আট ম্য়াচের সাতটিতে হার, ড্র একটি ম্য়াচ ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাদা-কালো শিবির রবিবাসরীয় অ্যাওয়ে ম্য়াচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্সের ৷ জয়ের সরণিতে ফিরতে কেরালা ম্যাচের আগে ছেলেদের ম্য়াঞ্চেস্টার সিটির সাম্প্রতিক ফর্মের কথা বলে উদ্বুদ্ধ করছেন সাদা-কালো হেডস্যর আন্দ্রে চের্নিশভ ৷
চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়র লিগ মিলিয়ে শেষ কয়েক ম্য়াচে টানা হারের মুখ দেখেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ তাই প্রিমিয়র লিগ জায়ান্টদের কথা বলে ছেলেদের আত্মবিশ্বাস ফেরানোর মরিয়া প্রয়াস মহামেডানের রুশ কোচের ৷ দলের যা অবস্থা তাতে চের্নিশভের আসন টলমল ৷ মেহরাজউদ্দিনকে সহকারির চেয়ারে বসিয়ে বার্তাও দিয়ে দেওয়া হয়েছে ৷ এমতাবস্থায় চের্নিশভের পেপটক কাজে আসে কি না, তা জানা যাবে আগামিকালই ৷
কোচি উড়ে যাওয়ার আগে চোটও গ্রাস করেছে করেছে মহামেডান শিবিরকে ৷ বিদেশি ডিফেন্ডার জোসেফ আদজেইকে এই মরশুমে আর পাওয়া যাবে না। গৌরব বোরাও কবে ফিরবেন, স্পষ্ট নয়। মহম্মদ ইরশাদ নেই কার্ড সমস্যায়। তারমধ্যে চোটের শঙ্কা সিজার মাঞ্জোকিকে নিয়ে। শুক্রবার বিকেলে অনুশীলের মাঝে হঠাই গোড়ালিতে চোট লাগে এই আফ্রিকান ফরোয়ার্ডের। এরপর সাইডলাইনে বসে চোটের জায়গায় বরফ দিতে দেখা যায় তাঁকে। পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, খেলার জন্য তৈরি।