পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অবস্থা ফেরাতে মনোবিদ নিয়োগের ভাবনা, নতুন ফুটবলারের খোঁজ মহমেডানে - MOHAMMEDAN SC IN ISL

লগ্নিকারী সংস্থার কর্তারা মেন্টাল কন্ডিশনিং কোচ (মানসিক স্বাস্থ্য সংক্রান্ত) নিয়োগের ব্যাপারে কোচের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন ।

Mohammedan Sporting
অবস্থা ফেরাতে মনোবিদ নিয়োগের ভাবনা (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Oct 27, 2024, 8:46 PM IST

কলকাতা, 27 অক্টোবর:মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডার্বিতে 0-3 গোলে হারার পর থেকেই ছন্দহীন মহমেডান স্পোর্টিং । শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকায় বারো নম্বরে থাকা হায়দরাবাদ এফসির সঙ্গে 15 মিনিটের ঝড়ে 3 গোল খেয়ে শেষ হয়ে যায় জয়ের আশা । শেষ পর্যন্ত 4-0 গোলে হেরে লজ্জায় মাঠ ছাড়তে হয় মহমেডানকে ।

আইএসএলে প্রথমবার সুযোগ পেয়েই দৃষ্টিনন্দন ফুটবল খেলে চর্চায় উঠে এসেছেন আলেক্সিস গোমেসরা । তবে কেন দলের এরকম মানসিকতা ? মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ দায়ী করছেন দলের ক্লান্তিকে । ম‌্যাচের পরে হেডস্যর বলেন, “আমাদের ফুটবলাররা ক্লান্ত ছিল । পরিকল্পনা অনুযায়ী কিছুই ঘটেনি । হায়দরাবাদের গতির কাছেই আমরা পরাস্ত হয়েছি ।”

নতুন ফুটবলারের খোঁজ মহমেডানে (ইটিভি ভারত)

বিরতিতে আলোচনা হলেও তাঁরা যে নিজেদের স্বাভাবিক খেলা মেলে ধরতে পারেননি, তাও স্বীকার করে নেন । কার্লোস ফ্রাঙ্কার জায়গায় মাঠে নামেন সিজ়ার মানজ়োকি । যিনি শুক্রবারই পিতৃহারা হয়েছেন । তা সত্ত্বেও মহমেডান ব‌্যবধান কমাতে পারেনি । এপ্রসঙ্গে চের্নিশভ বলেন, “বিরতিতে একাধিক পরিবর্তন করলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে যাওয়ায় আমরা ম‌্যাচে ফিরতে পারিনি ।”

আগামী 9 নভেম্বরে মহমেডান খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে । তিন দিন ছুটির পরে বুধবার থেকে সেই ম‌্যাচের অনুশীলন শুরু করবেন মহমেডান ফুটবলাররা । তবে স্বস্তির খবর, জোসেফ আদজাই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন । সম্ভবত আগামী বুধবার থেকেই দলের সঙ্গে রিহ‌্যাব শুরু করবেন । তবে লগ্নিকারী সংস্থার কর্তারা ইতিমধ‌্যে মেন্টাল কন্ডিশনিং কোচ (মানসিক স্বাস্থ‌্য সংক্রান্ত) নিয়োগের ব‌্যাপারে কোচের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন । সেই সঙ্গে দল কেন পরপর হারছে, সে ব‌্যাপারেও পর্যালোচনা চলবে । আগামী ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার ব‌্যাপারেও আগ্রহী মহমেডান ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details