কলকাতা, 13 ডিসেম্বর: আইএসএল আত্মপ্রকাশে ক্রমশ কোনঠাসা হচ্ছে মহমেডান ৷ একঘণ্টা 9 জনের ইস্টবেঙ্গলকে পেয়েও গোল দিতে পারেনি ৷ আন্তর্জাতিক বিরতির পর নেমে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে শুরুতেই এগিয়ে গিয়েছিল ‘ব্ল্যাক প্যান্থার্স’ ৷ গোল ধরে রাখতে না-পেরে সেই ম্যাচও হাতছাড়া হয়েছে ৷ হারতে হয়েছে জামশেদপুর, পঞ্জাবের কাছেও ৷
রবিবার মুম্বই সিটি এফসির সঙ্গে ম্যাচ । তার আগে মহামেডান শিবিরে জোর ধাক্কা । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার । বেশ কয়েকদিন ধরেই চোটে ভুগছিলেন । নিজেই জানিয়েছিলেন, রিকভ্যারি চলছে । কিন্তু চোট সারিয়ে জোসেফের ফিট হতে আরও অনেকদিন সময় লাগবে ।
এই ম্যাচে খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার গৌরব বোরা । ফলে দুই নির্ভরযোগ্য সেন্টার ব্যাককে ছাড়াই আন্দ্রে চের্নিশভের দলকে সামলাতে হবে ছাংতদের । গৌরবের মুখে চোট রয়েছে । সূত্রের খবর, অস্ত্রোপচারের প্রয়োজন না-হলেও, সুস্থ হতে গৌরবের এক-দেড় মাস সময় লাগবে । ফিট হওয়ার পর ফেস মাস্ক পরে খেলতে পারবেন তিনি ।
13 নম্বর দল হিসেবে মহমেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলছে ৷ ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল মহমেডান স্পোর্টিং । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকেও নিয়েছিল তারা । যদিও এখনও ব্যর্থ হেডস্যর আন্দ্রে চের্নিশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট ৷