কলকাতা, 5 অক্টোবর: দলের পারফরম্যান্সে খুশি মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চের্নিশভ ৷ সাদা-কালো শিবিরের হেডস্যর বলেন, “প্রতিটি ম্যাচের অভিজ্ঞতা পুরো দলকে আরও শক্তপোক্ত করেছে । প্রথম ম্যাচের পরে দল বুঝতে পেরেছিল আইএসএলের মঞ্চে তারাও যোগ্য । দ্বিতীয় ম্যাচে ড্র করে দল বুঝতে পেরেছিল তারাও জিততে পারে । তৃতীয় ম্যাচে জয় পাওয়ার পরে পুরো দলই এখন আত্মবিশ্বাসী ভালো কিছু করার ব্যাপারে ।’’
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি সাদা-কালো শিবির । পয়েন্টের টেবিলে দু’টো দল একই বিন্দুতে । দু’জনের ঝুলিতে 4 পয়েন্ট । শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম মিনি ডার্বি দু’দলের কাছেই পরস্পরকে টেক্কা দেওয়ার । শেষ ম্যাচে মোহনবাগান পরাজিত হলেও মহমেডান দাপুটে জয় তুলে নিয়েছে । ফলে প্রতিপক্ষ আগের ম্যাচের হারের ক্ষত ভুলতে শনিবার আগ্রাসী মেজাজে নামবে বলে ধরে নিচ্ছেন চের্নিশভ । সেই কারণে ফুটবলারদের সতর্ক করেছেন ।
একই সঙ্গে ব্ল্যাক প্যান্থারদের কোচ বলছেন, মোহনবাগানের একাধিক ভালো ফুটবলারকে নজরে রাখলে হবে না । পুরো দলকে নজরদারিতে রাখতে হবে । না-হলে ম্যাচ হাতছাড়া হতে পারে । আইএসএলে প্রথমবার খেলতে নেমে চমক দেখাচ্ছে কলকাতার তৃতীয় প্রধান । ভয়ডরহীন ফুটবলে ভর দিয়ে প্রতিপক্ষের চোখে চোখ রেখে পয়েন্ট কেড়ে নিচ্ছে । ব্রাজিলিয়ান ফ্রাঙ্কার সঙ্গে আর্জেন্তিনার অ্যালেক্সিস গোমেজের যুগলবন্দি আইএসএল নতুন জুটির জন্ম দিয়েছে । যাদের মধ্যে আগামির তারকা হওয়ার মশলা রয়েছে বলে মনে করছেন প্রাক্তনরা ।