অ্যাডিলেড, 7 ডিসেম্বর: সহজ ক্যাচ ফস্কেছিলেন মহম্মদ সিরাজ ৷ জীবন ফিরে পাওয়ার পর দিনরাতের টেস্টে দ্রুততম শতরান করেছেন ট্রাভিস হেড ৷ তাঁর ব্যাটেই 157 রানের লিড নিয়েছে অজিরা ৷ ‘বিশ্বকাপের নায়ক’ সেই ট্রাভিস হেডকে ফিরিয়ে উল্লাস করছিলেন সিরাজ ৷ ‘চোখে লাগার’ মতো ওই সেলিব্রেশন ভালোভাবে নেয়নি অ্যাডিলেড ওভালের দর্শকরা ৷
ইনিংসের 22তম ওভারে সিরাজের প্রথম তিন বলে একটি চার ও একটি ছক্কা হাঁকান হেড ৷ তাঁর ব্যাটেই ওডিআই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ৷ তারপর থেকেই ক্রমশ ভারতের মাথাব্যথা হয়ে উঠেছেন অজিদের বাঁ-হাতি ব্যাটার ৷ ফলে মাথা গরম করে ফেলছিলেন সিরাজ ৷ হেডের ক্যাচ গলানোর পর ‘ডিএসপি’র অ্যাড্রিনালিন ঝরা আরও বেড়ে যায় ৷
শেষপর্যন্ত ব্যক্তিগত 140 রানের মাথায় হেডকে ফেরান সিরাজ ৷ ভারতীয় স্পিডস্টারের নিঁখুত ইয়র্কারের ঠিকানা বুঝতে পারেননি অজি ব্যাটার ৷ সিরাজের অঙ্গভঙ্গিতে তিনিও খুশি হতে পারেননি ৷ কড়া চোখে সিরাজের দিকে তাকাতেই কটাক্ষ ভেসে আসতে শুরু করে গ্যালারি থেকে ৷ পরে কভারে ফিল্ডিং করার সময়ও কটাক্ষের মুখে পড়েন হায়দরাবাদী তারকা ৷
পয়া মাঠে এদিন মাত্র 111 বলে সেঞ্চুরি করেন হেড ৷ ইনিংস সাজানো 10টি চার ও তিনটি ছক্কায় । দিনরাতের টেস্টে (পিঙ্ক বল টেস্ট) এটিই দ্রুততম সেঞ্চুরি ৷ এদিন নিজের রেকর্ডই ভেঙেছেন হেড ৷ এর আগে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে 112 বলে শতরান করেছিলেন তিনি । দ্রুততমের তালিকার তিন নম্বরেও তিনিই রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2022 সালে ঘরের মাঠে 125 বলে শতরান করেছিলেন তিনি ।