মুম্বই, 7 ডিসেম্বর: বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ মুহূর্তে ভারতীয় দলে অন্তর্ভুক্তি হচ্ছেন মহম্মদ শামি ৷ গাব্বায় তৃতীয় টেস্টে না-থাকলেও চতুর্থ টেস্টে দলে যোগ দেবেন বাংলার স্পিডস্টার ৷ সূত্রের খবর, মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শামি ৷ ফলে দেশের অন্যতম সেরা বোলারের বক্সিং ডে টেস্টে নামা প্রায় নিশ্চিৎ ৷
আপাতত বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলছেন শামি ৷ রঞ্জিতে দুর্দান্ত বোলিং করলেও টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও বিশেষ কিছু করতে পারেননি ডানহাতি পেসার । বোর্ডের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই’কে জানিয়েছে, নিজেকে তৈরি রেখেছেন শামি ৷ তাঁর ইন্ডিয়া কিটব্যাগ ইতিমধ্য়েই অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে ৷ এনসিএ মেডিক্যাল টিম তাঁকে ফিট সার্টিফিকেট দিলেই অজিভূমে পাড়ি দেবেন তিনি ৷ ক্রিকেটারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এনসিএর ‘ফিট সার্টিফিকেট’ খুব তাড়াতাড়িই চলে আসবে।
রঞ্জি ট্রফিতে দুরন্ত বোলিংয়ের পর থেকেই জোর জল্পনা শুরু হয়, বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে শেষ মুহূর্তে তাঁকে অন্তর্ভুক্ত করা হবে । যদিও তা হয়নি ৷ বদলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামেন শামি ৷ 9 ডিসেম্বর চণ্ডীগড়ের সঙ্গে বাংলার প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৷ 15 ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলির ফাইনাল ৷ বাংলা ফাইনালে উঠলে ওই ম্যাচ খেলে হয়তো রওনা হতে হবে তারকা পেসারকে ৷