পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জোরালো প্রত্যাবর্তন, শামির আগুনে স্পেলে প্রথম ইনিংসে লিড বাংলার - RANJI TROPHY 2024 25

প্রথমদিন উইকেটহীন থাকলেও মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্য়াচের দ্বিতীয়দিন জ্বলে উঠলেন শামি ৷ কামব্য়াকে কতগুলো শিকার করলেন বঙ্গ পেসার?

MOHAMMED SHAMI
ফাইল ছবি (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 1:29 PM IST

Updated : Nov 14, 2024, 1:36 PM IST

ইন্দোর, 14 নভেম্বর: বাইশ গজে প্রত্যাবর্তনের প্রথমদিন 10 ওভার হাত ঘুরিয়েছিলেন বটে ৷ কিন্তু দেখে সেভাবে ছন্দে মনে হয়নি তাঁকে ৷ চিত্র বদলাল দ্বিতীয়দিন সকালে ৷ প্রত্যাবর্তন ম্য়াচের দ্বিতীয়দিন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে জ্বলে উঠলেন মহম্মদ শামি ৷ স্পিডস্টারের চার উইকেটের সৌজন্যে প্রথম ইনিংসে 61 রানে লিড নিল বাংলা ৷ বাংলার 228 রানের জবাবে প্রথম সেশনেই 167 রানে থামল মধ্যপ্রদেশ ইনিংস ৷

প্রথমদিন উইকেটহীন থাকায় শামির ছন্দে ফেরা নিয়ে অনুরাগীরা উদ্বেগে ছিলেন ৷ দ্বিতীয়দিন সকালে শামি বুঝিয়ে দিলেন চ্যাম্পিয়নরা ছন্দে ফিরতে বিশেষ সময় নেন না ৷ 19 ওভার বল করে 54 রানে চার উইকেট নিলেন জাতীয় দলের পেসার ৷ মেডেন চারটি ৷ মূলত টেল-এন্ডারদেরই প্যাভিলিয়নে ফেরালেন শামি, যদিও তাতে কৃতিত্ব এতটুকু খাটো হওয়ার নয় ৷

দ্বিতীয়দিন সকালে অবশ্য প্রত্যাবর্তনে শামির প্রথম শিকার শুভম শর্মা ৷ মধ্যপ্রদেশ অধিনায়ককে 8 রানে ফেরান 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেট-শিকারি ৷ এরপর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও তিন উইকেট ঝুলিতে পুরে নেন বঙ্গ পেসার ৷ সারাংশ জৈন এবং কুলওয়ান্ত খেজোরিয়াকে বোল্ড করেন শামি ৷ কুমার কার্তিকেয়া ফেরেন কট বিহাইন্ড হয়ে ৷ কেউই দু'অঙ্কে পৌঁছতে পারেননি ৷

শামি ম্য়াজিক শুরুর আগে অবশ্য সকালে মধ্যপ্রদেশের গতকালের দুই অপরাজিত ব্য়াটারকে ফেরান সূরজ সিন্ধু জয়সওয়াল ৷ বুধবার 41 রানে অপরাজিত পতিদার কোনও রান যোগ না-করেই ফেরেন এদিন ৷ শুভ্রাংশু সেনাপতি তিন রান যোগ করে 47 রানে ফেরেন জয়সওয়ালের শিকার হয়ে ৷ তিনিই সর্বাধিক রান করেন ৷ গতকাল এক উইকেটে 103 রান তোলা মধ্যপ্রদেশ দ্বিতীয়দিন বাকি 9 উইকেট হারায় মাত্র 64 রানে ৷

সবমিলিয়ে প্রথমদিনের শেষ ব্য়াকফুটে থাকা বাংলা শামি নেতৃত্বাধীন বোলিং বিভাগের দুরন্ত কামব্য়াকে পুরো পয়েন্টের স্বপ্ন দেখতেই পারে ৷ কারণ এই ম্য়াচে পুরো পয়েন্ট বাংলার পরবর্তী পর্বে যাওয়ায় প্রশ্নে সহায়ক হতে পারে ৷

Last Updated : Nov 14, 2024, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details