কলকাতা, 22 জানুয়ারি: আন্তর্জাতিক ক্রিকেটের চৌহদ্দিতে 430 দিন পর মহম্মদ শামি ৷ ডানহাতি পেসারের প্রত্য়াবর্তন ঘিরে ভারতীয় শিবিরে খুশির আবহ ৷ একবছর পর চেনা ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনে আবার বড় মাইলস্টোনের সামনে শামি ৷ ক্রিকেটের নন্দনকাননে এদিন জোড়া উইকেট পেলেই কপিল দেব, অনিল কুম্বলেদের সঙ্গে 450 আন্তর্জাতিক উইকেটের এলিট ক্লাবে নাম লেখাবেন ভারতীয় পেসার ৷ দেশের চতুর্থ পেসার হিসেবে এই নজির গড়বেন তিনি ৷
ইংল্য়ান্ডের বিরুদ্ধে বুধবার সিরিজের প্রথম টি-20'তে নামার আগে মহম্মদ শামির নামের পাশে রয়েছে 448টি আন্তর্জাতিক উইকেটে ৷ অর্থাৎ, আজ দুই ইংরেজ ব্য়াটারকে ডাগ-আউটে ফেরালেই আন্তর্জাতিক ক্রিকেটে 450 উইকেট পূর্ণ করবেন বাংলা পেসার ৷ অষ্টম ভারতীয় বোলার এবং চতুর্থ ভারতীয় পেসার হিসেবে এই নজিরে নাম লেখাবেন শামি ৷ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20'তে নামার আগে 118টি ম্যাচ খেলে 448 উইকেট রয়েছে তাঁর নামে ৷
এর আগে যে তিন ভারতীয় পেসার আন্তর্জাতিক ক্রিকেটে 450 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাঁরা হলেন- কপিল দেব, জাহির খান এবং জাভাগাল ৷ উপরোক্ত তিনজন যথাক্রমে 687, 597 এবং 551টি উইকেট নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৷ সামগ্রিকভাবে অষ্টম ভারতীয় বোলার হিসেবে এই নজির পূর্ণ করবেন শামি ৷ 401 ম্যাচে 953 উইকেট নিয়ে যে তালিকার শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে ৷