কলকাতা, 22 জানুয়ারি:অপেক্ষার প্রহর গুনছিল ইডেন গার্ডেন্স-সহ দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু টস করতে এসে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্য়াচে একাদশে নেই মহম্মদ শামি ৷ সূর্যর ঘোষণা স্বাভাবিকভাবেই হতবাক দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু বিষয়টা দাঁড়াল এই যে, মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন পিছিয়ে গেল আরও খানিকটা ৷
ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের একাদশে একমাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার আর্শদীপ সিং ৷ তবে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং নীতীশ কুমার রেড্ডি ৷ শামিকে একাদশে না-রাখা কি ম্য়ানেজমেন্টের স্ট্র্যাটেজি নাকি ডানহাতি পেসার পুনরায় কোনও চোটের কবলে, সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি ৷ তবে একাদশ দেখে ধারণা করা হচ্ছে বাংলা পেসারকে একাদশে না-রাখা স্ট্র্যাটেজিরই অংশ ৷ কারণ ম্য়াচ শুরুর আগে এদিন নেটে কুড়ি মিনিট বোলিং প্র্যাকটিস করেন শামি ৷ তারপরেও একাদশে শামি না-থাকায় তৈরি হয়েছে জল্পনা ৷
এদিকে টস জিতে ইডেনে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ তিন স্পিনার অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তীকে রেখে তারকাখচিত ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া ৷ রয়েছেন ইডেনের ঘরের ছেলে রিঙ্কু সিং ৷ দীর্ঘদিন নাইট রাইডার্সে খেলার সুবাদে ইডেনের ঘাস যাঁর তালুর মত চেনা ৷