পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলার হয়ে রঞ্জি ম্য়াচ দিয়েই বাইশ গজে ফিরছেন শামি! - MOHAMMED SHAMI

অস্ট্রেলিয় সফরে যাওয়া হচ্ছে না ৷ তাই সব ঠিক থাকলে নভেম্বরের শুরুতে বাংলার হয়ে রঞ্জি ম্য়াচ দিয়ই বাইশ গজে ফিরতে চলেছেন শামি ৷

MOHAMMED SHAMI
মহম্মদ শামি (ANI)

By ETV Bharat Sports Team

Published : Oct 27, 2024, 5:30 PM IST

কলকাতা, 27 অক্টোবর: বহুদিন আগেই মহম্মদ শামি জানিয়েছিলেন, একশো শতাংশ ফিট না-হয়ে তিনি মাঠে নামবেন না ৷ প্রয়োজনে বাংলার হয়ে রঞ্জি খেলবেন ৷ কিন্তু প্রথম তিন ম্য়াচে বাংলা স্কোয়াডে ছিলেন না তিনি ৷ বহু জল্পনার পর দিনদু'য়েক আগে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডেও রাখা হয়নি বঙ্গ পেসারকে ৷ আর সেই সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ ও পঞ্চম ম্য়াচে রঞ্জি স্কোয়াডে শামিকে অন্তর্ভুক্ত করার পথে বাংলা ৷ সব ঠিক থাকলে আসন্ন দু'টি রঞ্জি ম্য়াচে বাংলার হয়ে খেলতে দেখা যাবে স্পিডস্টারকে ৷

শনিবার কেরল ম্য়াচের প্রথমদিন এমনটাই খবর বাংলা টিম ম্য়ানেজমেন্ট সূত্রে ৷ ফিটনেস ইস্যুতে শামির সঙ্গে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলে জানা গিয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জোরে বোলারের ফিটনেসে সন্তুষ্ট কোচ ৷ ফলত আগামী 6 নভেম্বর ও 13 নভেম্বর থেকে শুরু হতে চলা কর্ণাটক ও মধ্যপ্রদেশ ম্য়াচের স্কোয়াড ঘোষিত হবে শামিকে রেখেই ৷

হাঁটুতে চোট এবং চোট পরবর্তী অস্ত্রোপচারের কারণে 2023 বিশ্বকাপের পর থেকে বাইশ গজের বাইরে শামি ৷ আগামী মাসে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরে তাঁর যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিন্তু দিনকয়েক আগে হাঁটুতে চোটের জায়গায় নতুন করে সমস্যা তৈরি হয় ৷ এরপরই বর্ডার-গাভাসকর ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷ জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে নিজেকে সুস্থ করে তোলার প্রক্রিয়া শুরু করেন শামি ৷ গত সপ্তাহেই ডানহাতি জোরে বোলার জানিয়েছিলেন, বোর্ড সবুজ সংকেত দিলে তিনি রঞ্জি খেলতে প্রস্তুত ৷

এরই মধ্য়ে 25 অক্টোবর অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত টেস্ট দলে রাখা হয়নি শামিকে ৷ এমনকী তাঁর চোটের বিষয়ে কিছু উল্লেখও করা হয়নি সেখানে ৷ এরপরই শামিকে পরবর্তী দু'টি ম্য়াচে নেওয়ার কথা চিন্তাভাবনা শুরু করে বাংলা টিম ম্য়ানেজমেন্ট ৷ যদিও বাংলার হয়ে শামির খেলার বিষয়টি বোর্ডের সবুজ সংকেতের উপরেই নির্ভর করছে ৷ তবে বাংলার পরবর্তী ম্য়াচের আগে সেই গ্রিন সিগন্য়াল পেতে কোনও সমস্য়া হবে না বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details