কলকাতা, 16 অক্টোবর: চলতি আইএসএলে এখনও পর্যন্ত মুখোমুখি হয়নি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতীতে আইএসএলের প্রথম কলকাতা ডার্বি ৷ এর তিন দিন আগেই ফিরতি লেগে ডার্বির দিন ঘোষণা করল আইএসএল ৷ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে আইএসএলের দ্বিতীয় ডার্বি হবে 11 জানুয়ারি। এছাড়াও লিগের বাকি সূচি ঘোষণা হল বুধবার ৷
1 ফেব্রুয়ারি মোহনবাগানের মুখোমুখি ময়দানের তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং ৷ এর 15 দিন পর অর্থাৎ 16 ফেব্রুয়ারি আন্দ্রে চের্নিশভের দল ফিরতি লেগে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে ৷ সব ক’টি ম্যাচ হবে যুবভারতী স্টেডিয়ামে ৷ তবে 9 নভেম্বর লাল-হলুদ ব্রিগেড আইএসএলে প্রথমবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে ৷ এর আগে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছিল। এদিন বাকি লিগের সূচিও প্রকাশ করল আইএসএল। যদিও এখনও প্লে-অফের সূচি প্রকাশ হয়নি ৷
মোবনবাগানের প্রস্তুতি (ইটিভি ভারত)
চলতি আইএসএলে সবে চার রাউন্ড হয়েছে ৷ এই অবস্থায় মোটেই ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল ৷ টানা 4 ম্যাচে হেরে এখনও খাতা খুলতে পারেনি লাল-হলুদ ৷ লিগ তালিকায় ইস্টবেঙ্গল লাস্ট বয়। শনিবার মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ডার্বিতেই জয়ের খোঁজে নামবে লাল-হলুদ ৷ তার আগে কার্লেস কুয়াদ্রাতের পরিবর্ত হিসেবে দায়িত্ব নেওয়া অস্কার ব্রুজো দায়িত্ব নেন কি না, তা এখনও নিশ্চিত নয় ৷ শোনা যাচ্ছে, 17 অক্টোবর তিনি ভিসা পাবেন। সেক্ষেত্রে 18 অক্টোবর বা 19 অক্টোবর ডার্বির দিন কলকাতায় পা রাখতে পারেন। ফলে শনিবার অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের ডাগ-আউটে বসার আশা কম।
অন্যদিকে, ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে গতবারের লিগ শিল্ড জেতা মোহনবাগান সুপারজায়ান্ট ৷ আইএসএলে 4 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে লিগ টেবলে চারে থাকা হোসে মোলিনার দল। ডার্বির চ্যালেঞ্জ নিতে তৈরি সবুজ-মেরুন ৷ গত ম্যাচেই তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে মহমেডান স্পোর্টিংকে ৷ ডার্বিতে ইস্টবেঙ্গলের বড় চ্যালেঞ্জ জেমি-লিমি-কামিংস-স্টুয়াটদের সঙ্গে লিস্টন, মনবীরদের অ্যাটাক সামাল দেওয়া। তবে ফিট হয়ে ফিরলেন ডিমান্টাকোস ৷
ইস্টবেঙ্গলের প্রস্তুতি (ইটিভি ভারত)
ইস্টবেঙ্গল ডিফেন্সের মূলস্তম্ভ হিজাজি মাহের টিমের প্র্যাক্টিসে নেই ৷ তিনি ওমানের বিরুদ্ধে জর্ডনের হয়ে প্রি-ওয়ার্ল্ড কাপের ম্যাচে খেলতে ব্যস্ত ৷ এই অবস্থায় আনোয়ার আলিকেই দায়িত্ব দেওয়া হচ্ছে রক্ষণ মজবুত করার। তাঁর সঙ্গে অবশ্য হেক্টর ইউস্তে আছেন ৷ লাল-হলুদের ভালো খবর, চোট সারিয়ে পুরো ফিট আইএসএলের গোল্ডেন বুট জয়ী ডিমান্টাকোস ৷ এর সঙ্গে আনোয়ার আলির দলবদল সংক্রান্ত বিতর্কের রায় 23 অক্টোবর পর্যন্ত পিছিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ৷ আনোয়ার ডার্বিতে খেলতে পারবেন। ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও মোহনবাগানের চিন্তা তাদের ডিফেন্ডার আলবার্তোর চোট ৷ রোজই তিনি মাঠের বাইরে রি-হ্যাবে ব্যস্ত থাকছেন।
ডার্বি মানেই উৎসব। মঙ্গলবার মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মনবীর সিং বলেন, 'ডার্বি মানে তো ফেস্টিভ্যাল।' গোলকিপার বিশাল কাইথের বক্তব্য, 'আমরা তৈরি দেশের অন্যতম সেরা এই ম্যাচের জন্য।' ফলে আইএসএলের পরের পর্বের সূচি প্রকাশের দিনে ডার্বি ঘিরে চোরাস্রোত বইতে শুরু করেছে। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গল থেকেই। চলবে 18 অক্টোবর পর্যন্ত। ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই বড় দলই। কীভাবে পাবে টিকিট ?
অনলাইনে টিকিট কাটা থাকলে ইস্টবেঙ্গল সাপোর্টাররা সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স-অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। মোহনবাগান সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের 4 নম্বর গেটের বক্স-অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সময় একই। সকাল 11টা থেকে সন্ধে 6টা। অফলাইন টিকিটের ক্ষেত্রে দুই দলের সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবি হাসপাতালের জংশন থেকে টিকিট কাটতে পারবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সময় সকাল 11টা থেকে সন্ধে 6টা।