পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কেবল রোহিতরাই নন, পাকিস্তানে যাচ্ছেন না ভারতের কোনও ম্যাচ অফিসিয়ালও - CHAMPIONS TROPHY 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুধবার 12 জন আম্পায়ার এবং তিন ম্য়াচ রেফারির নাম ঘোষণা করল আইসিসি ৷ যেখানে নেই কোনও ভারতীয় ৷

NITIN MENON
নীতিন মেনন (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Feb 5, 2025, 8:05 PM IST

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে ৷ যা শুরু হচ্ছে আগামী 19 ফেব্রুয়ারি ৷ দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারতের ম্য়াচগুলি ৷ তবে কেবল ভারতীয় দলই নয়, ওয়াঘার ওপারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছেন না এদেশের কোনও ম্য়াচ অফিসিয়ালও ৷ তালিকায় রয়েছেন আম্পায়ার নীতিন মেনন এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ৷

এলিট প্য়ানেলের আম্পায়ার নীতিন মেননকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভীষণভাবে ব্য়বহার করতে চেয়েছিল ৷ কিন্তু ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন 2020 সালে আইসিসি এলিট প্যানেলে প্রবেশ করা আম্পায়ার ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্টে এমনটাই জানানো হয়েছে ৷ অন্যদিকে, পাকিস্তানে ম্য়াচ রেফারির দায়িত্ব পালন করতে দেখা যাবে না আইসিসি'র এলিট প্যানেলে থাকা একমাত্র ভারতীয় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকেও ৷ দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আইসিসি'র থেকে ছুটি চেয়ে নিয়েছেন তিনি ৷

দেশের মাটিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্য়ান্ড ওডিআই সিরিজে ম্য়াচ রেফারির দায়িত্ব সামলাবেন শ্রীনাথ ৷ টাইমস অফ ইন্ডিয়া'কে তিনি বলেন, "হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমি ছুটি চেয়ে নিয়েছি ৷ কারণ নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি বহুদিন পরিবার ছেড়ে দূরে রয়েছি আমি ৷" বুধবার আইসিসি'র তরফে প্রকাশিত হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের ম্যাচ অফিসিয়ালদের তালিকা ৷ যেখানে স্বাভাবিকভাবেই নাম নেই ভারতের দুই ম্যাচ অফিসিয়ালের ৷

একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার তালিকা: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবোরো, আশান রাজা, পল রিফেল, শারফুদ্দৌল্লা ইবনে শাহিদ, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ এবং জোয়েল উইলসন ৷

ম্যাচ রেফারিদের তালিকা: ডেভিড বুন, রঞ্জন মাদুগলে এবং অ্যান্ড্রু পাইক্রফট ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details